×

সারাদেশ

করোনা উপসর্গ নিয়ে ১৩ জেলায় ২১ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২০, ১০:৪২ এএম

করোনা উপসর্গ নিয়ে ১৩ জেলায় ২১ জনের মৃত্যু

করোনাভাইরাস

করোনা উপসর্গ নিয়ে দেশের ১৩ জেলায় ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে ৪, খুলনার বিশিষ্ট ক্রীড়া সংগঠকসহ ৩, বগুড়ায় ৩, সুনামগঞ্জের ছাতকে প্রবাসীসহ ২, ফেনীতে সিভিল সার্জন, নড়াইলের লোহাগড়ায় পুলিশ কর্মকর্তা, নোয়াখালীতে বৃদ্ধ, ঝিনাইদহের শৈলক‚পায় যুবক, কুমিল্লার হোমনায় নারী, রাজশাহীতে করোনায় যুবক, মৌলভীবাজারের জুড়ীতে বৃদ্ধ, মেহেরপুরের গাংনীতে বৃদ্ধা এবং পিরোজপুরের মঠবাড়িয়ায় বৃদ্ধ মারা গেছেন। এদের কেউ কেউ করোনা পজেটিভ ছিলেন। অনেকেই বাড়িতে থেকেই চিকিৎসা নিয়েছিলেন। আবার কেউ কেউ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। নিচে এ সম্পর্কে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
বরিশাল : বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৮ ঘণ্টার ব্যবধানে ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার মধ্যে তারা মারা যান। সর্বশেষ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে মারা যান জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার চরখাককাটা গ্রামের বৃদ্ধ ওয়াহউল্লাহ খান (৬২)। এর আগে সোমবার রাত ১টার দিকে মারা যান পটুয়াখালীর গলাচিপার চরদিরাস এলাকার বৃদ্ধ আলতাফ হোসেন (৬০)। রাত সাড়ে ১১টার দিকে ঝালকাঠির রাজাপুরের বাদুরতলার আবুল কায়সার (৭২) এবং বরিশাল সদর উপজেলার কাউয়ার চর এলাকার মো. রাজ্জাকের (৬৫) মৃত্যু হয়। খুলনা : খুলনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং খুলনা জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সহসভাপতি ও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট ক্লাব কপিলমুনি ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (কেকেএসপি) পরিচালক সরদার রফিকুল ইসলাম (৬৮) মঙ্গলবার ভোর ৪টার দিকে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে তিনি মারা যান। সরদার রফিকুল ইসলাম পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের উত্তর শলুয়া গ্রামের মৃত আবদুল জব্বার সরদারের ছেলে। তিনি নগরীর ছোট মির্জাপুরের বাসিন্দা। এছাড়া সকালে ও দুপুরে মারা যান বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) খুলনা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. শেখ আখতারুজ্জামানের মেয়ে ঐশী বিনতে জামান (৩২) ও লকপুর গ্রুপ এন্ড ইন্ডাস্ট্রিজের ডিএমডি ও সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক লিমিটেডের পরিচালক আমজাদ হোসেনের মা নুরজাহান বেগম (১০৪)। বগুড়া : জেলায় ৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার তাদের মৃত্যু হয়। সকালে মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে প্রসাধন ব্যবসায়ী মারা যান। অন্যদিকে টিএমএসএস মেডিকেল কলেজ (টিএমসি) ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে দুপুর মোয়া ১টার দিকে নাটোরের লালপুর উপজেলার ইসলামপুরের এক ব্যক্তির (৬৫) মৃত্যু হয়। এ ছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জের ইটভাটা ব্যবসায়ী (৬৫) সকালে শজিমেক হাসপাতালের আইসোলেশনে মারা যান। সুনামগঞ্জ : জেলার ছাতক উপজেলায় ২ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন উপজেলার ফকির টিলার লন্ডনপ্রবাসী শাহ মোহাম্মদ বশির মিয়া (৫৭) ও জাউয়াবাজারের আব্দুল গণি (৯১)। মঙ্গলবার সকাল ৯টার দিকে সিলেটের শামছুদ্দিন হাসপাতালে মারা যান আব্দুল গণি। এর আগে সোমবার রাত পৌনে ২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান লন্ডনপ্রবাসী শাহ মোহাম্মদ বশির মিয়া। ফেনী : জেলার সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকার আজগর আলী হাসপাতালের আইসিইউতে মারা গেছেন। লোহাগড়া (নড়াইল) : উপজেলায় মোশারফ হোসেন (৫০) নামে এক পুলিশ কর্মকর্তা সোমবার রাতে মারা গেছেন। তিনি উপজেলার পার শালনগর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে ও খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। নোয়াখালী : জেলার আবু বকর সিদ্দিক (৬৫) নামে এক বৃদ্ধ সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। তিনি জেলার কবিরহাট উপজেলার পূর্ব ফতেহপুর গ্রামের বাসিন্দা। ঝিনাইদহ : জেলার শৈলক‚পায় রাকিবুল ইসলাম ( ৩৭) নামে এক যুবক মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে মারা গেছেন। তিনি উপজেলার মীন গ্রামের খেলাফত হোসেনের ছেলে। হোমনা (কুমিল্লা) : উপজেলায় সালেহা বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলার ছোট ঘারমোড়া গ্রামের হাজি আবদুল মান্নানের স্ত্রী। রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শহিদুল ইসলাম (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। তিনি রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার ভোলাবাড়ী এলাকার সবদর আলীর ছেলে। জুড়ী (মৌলভীবাজার) : উপজেলার ছোট ধামাই গ্রামের বাসিন্দা এক বৃদ্ধ (৮৫) সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা গেছেন। গাংনী (মেহেরপুর) : উপজেলায় জোবাইদা খাতুন (৭২) নামের এক বৃদ্ধা মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে মারা গেছেন। তিনি গাংনী পশু হাসপাতালপাড়ার মৃত আবদুল গণির স্ত্রী। পিরোজপুর : জেলার মঠবাড়িয়ায় এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App