×

ফুটবল

ইব্রা একাই তিন দায়িত্বে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২০, ১০:১৭ পিএম

ইব্রা একাই তিন দায়িত্বে

জ্বলাতান ইব্রাহিমোভিচের দাবি এসি মিলানের প্রেসিডেন্ট, কোচ ও খেলোয়াড় তিনি

প্রায় নিয়মিতই অবাক করা সব বেফাঁস মন্তব্য করে খবরের শিরোনামে পরিণত হন সুইডেনের তারকা ফুটবলার জ্বলাতান ইব্রাহিমোভিচ। এবার তিনি দাবি করেছেন, ইতালিয়ান ক্লাব এসি মিলানের প্রেসিডেন্ট, কোচ ও খেলোয়াড়- ব্যক্তিত্ব।

ইতালিয়ান সিরি আতে দারুণ ছন্দে রয়েছে মিলান। পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা লাৎসিওকে উড়িয়ে দেয়ার পর শীর্ষ দল জুভেন্টাসকেও বিধ্বস্ত করেছে তারা। দুই ম্যাচেই গোল করেছেন ৩৮ বছর বয়সী ইব্রা। সান সিরোতে জুভদের বিপক্ষে ৪-২ গোলের জয়ের পর যুক্তরাজ্যভিত্তিক অনলাইন ক্রীড়া স্ট্রিমিং সার্ভিস ‘ডিএজেডএন’কে ইব্রাহিমোভিচ বলেছেন, ‘আমিই (মিলানের) সভাপতি, কোচ ও খেলোয়াড়। কিন্তু আরা আমাকে কেবল খেলোয়াড় হিসেবে বেতন দেয়।’

পেশাদার ক্যারিয়ারে এক কথায় যাযাবর ইব্রা দ্বিতীয় দফায় মিলানের জার্সিতে খেলছেন। এর আগে ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত দলটিতে ছিলেন তিনি। ২০১০-১২ মৌসুমে খেলেছিলেন ধারে, ২০১১-১২ মৌসুমে ছিলেন পাকাপাকিভাবে। সেসময় সকল প্রতিযোগিতা মিলিয়ে ৮৫ ম্যাচে ৫৬ গোল করেছিলেন তিনি। ২০১০-১১ মৌসুমে শেষবার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মিলান। ওই মৌসুমে ইব্রাহিমোভিচ ২৯ ম্যাচে করেছিলেন ১৪ গোল। সেই স্মৃতি রোমন্থন করে তিনি বলেছেন, ‘যদি আমি মৌসুমের শুরু থেকে এখানে থাকতাম, তাহলে এবার আমরা স্কুদেত্তো (সিরি আর শিরোপা) জিততে পারতাম।’

চলতি বছরের শুরুতে স্বল্পমেয়াদী চুক্তিতে মিলানে যোগ দিয়েছেন ইব্রা। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচ খেলে ৬ গোল করেছেন তিনি। লাৎসিও ও জুভেন্টাসকে হারিয়ে ৩১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে লিগের পঞ্চম স্থানে উঠে এসেছে মিলান। তবে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা নেই বললেই চলে তাদের। এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে অনেকখানি এগিয়ে চারে আছে আতালান্তা। এবারের আসরে সম্ভাব্য চ্যাম্পিয়ন জুভেন্টাসকে হারানোর ম্যাচে একটি গোল করেছেন ইব্রাহিমোভিচ। ফলে চলতি লিগে তার গোল এখন ৬টি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App