×

ভারত

সোনা পাচারের হোতা মুখ্যমন্ত্রীর দপ্তরে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২০, ০৯:০৭ পিএম

সোনা পাচারের হোতা মুখ্যমন্ত্রীর দপ্তরে

সোনা পাচার কাণ্ডে জরিতদের তালিকায় স্বপ্না সুরেশ

সোনা পাচারের সাথে দপ্তরের একাধিক অফিসারের জড়িত থাকার অভিযোগ উঠায় বিপাকে পড়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিয়জন সরকার। অভিযোগ রয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তরের একাধিক অফিসার ৩০ কেজি সোনা পাচারের সাথে জড়িত। চাপের মুখে পড়ে সোমবার নিজের অফিসের এক পদস্থ আইএএস অফিসারকে কর্তব্যরত অবস্থাতেই বরখাস্ত করতে বাধ্য হন তিনি। মন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে তার চাকরির চুক্তিও বাতিল করা হয়েছে। গত ৪ জুলাই তিরুঅনন্তপুরম বিমানবন্দরে ৩০ কেজি সোনা আটক করে শুল্ক দপ্তর। সৌদি আরব থেকে কূটনৈতিক চ্যানেলে তিরুঅনন্তপুরমে আসে ওই সোনা। ঘটনায় জড়িত সন্দেহে তিরুঅনন্তপুরমে সৌদি আরবের দূতাবাসের সাবেক জনসংযোগ আধিকারিক সরিথ কুমারকে গ্রেফতার করে পুলিশ। তিনি ১৪ দিনের পুলিশি হেফাজতে রয়েছেন। এদিকে ওই ঘটনায় নাম উঠে এসেছে স্বপ্না সুরেশ নামে এক মহিলা অফিসারের। ওই মহিলা অফিসার তিরুঅনন্তপুরমে সৌদি আরব দূতাবাসের অফিসার ছিলেন। তিনি আবার মুখ্যমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়েও দেখাশোনা করে এমন একটি সংস্থার দায়িত্ব পালন করেন। দপ্তরের অফিসারদের সূত্রে জানা গেছে, ওই সোনার কনসাইনমেন্টে স্বপ্না সুরেশের স্বার্থ জড়িত থাকার স্পষ্ট প্রমাণ মিলেছে। এই স্বপ্না সুরেশের নামে আগেও পাচারের মতো অভিযোগ উঠেছে। কিন্তু প্রভাবশালী হওয়ায় তেমন কিছু হয়নি বলে অভিযোগ বিজেপির। পাশাপাশি নাম জড়িয়েছে মুখ্যমন্ত্রীর তথ্যপ্রযুক্তি সচিব এম শিবশঙ্করের। তাকেই সোমবার সকালে বরখাস্ত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে। প্রশ্ন উঠেছে ‘‘ওই মহিলাকে (স্বপ্না সুরেশ) কেন মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন করে সুপারিশ করা হয়েছিল? তার বিরুদ্ধে আগে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও কেন তিনি উচ্চ পদে কর্মরত? মুখ্যমন্ত্রীর তথ্যপ্রযুক্তি সচিবের ফোন কলের ডিটেলস ঘাঁটলেই দেখা যাবে, কাকে কাকে তিনি ফোন করেছেন।’’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App