×

সারাদেশ

লুঙ্গি পরায় বীর মুক্তিযোদ্ধাকে অফিসেও ঢুকতে দেয়া হয়নি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২০, ০৬:১১ পিএম

লুঙ্গি পরায় বীর মুক্তিযোদ্ধাকে অফিসেও ঢুকতে দেয়া হয়নি

বীর মুক্তিযোদ্ধা রওশন আলী (৭০)

যশোরের চৌগাছায় উপজেলা প্রকৌশলীর হাতে এক বীর মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার চৌগাছা উপজেলার গদাধরপুর গ্রামের মৃত আতর আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা রওশন আলী (৭০) তার একটি জরুরি কাজে চৌগাছা উপজেলা প্রকৌশলী আব্দুল মতিনের সাথে কথা বলতে চাইলে তিনি অপমানিত হন।

ঘটনা অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধা রওশন আলী প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার একটি ঘর পেয়েছেন। তার ঘরে যাওয়ার পথে একটি গাছ চলাচলে বাধাগ্রস্ত করাসহ রাস্তাটি নষ্ট করছে। গাছটি সরিয়ে এবং রাস্তাটি সংস্কার করার জন্য গত দু'দিন যাবত বীর মুক্তিযোদ্ধা চৌগাছা প্রকৌশলীর সাথে কথা বলার চেষ্টা করে যাচ্ছেন। প্রথম দিন তিনি লুঙ্গি পড়ে আসাতে তাকে প্রকৌশলী অফিসে ঢুকতে দেয়া হয়নি।

তাই মঙ্গলবার পুনরায় তিনি পাজামা-পাঞ্জাবি এবং বুকে মুক্তিযোদ্ধার নাম্বার প্লেটসহ মুক্তিযোদ্ধার মনোগ্রাম পরিহিত অবস্থায় প্রকৌশলী অফিসে আসেন। কিন্তু এ দিন প্রকৌশলী আব্দুল মতিন তাকে অফিসে ঢুকতে দিলেন না। এমনকি প্রকৌশলী মতিন তার সাথে অশোভন আচরণ করেছেন বলে অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধা রওশন আলী। পরে চোখের পানি ফেলে বাড়ি ফেরেন তিনি।

তবে এ অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন বলেছেন, আমি আজ পর্যন্ত একটা বাচ্চা ছেলের সাথেও অশোভন আচরণ করিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App