×

রাজধানী

রিজেন্ট হাসপাতালের অফিস সিলগালা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২০, ০৫:৫৫ পিএম

রিজেন্ট হাসপাতালের অফিস সিলগালা

রিজেন্ট হাসপাতাল।

রিজেন্ট হাসপাতালের অফিস সিলগালা

অফিসের কার্যক্রম বন্ধ। ছবি: ভোরের কাগজ।

ভুয়া করোনা টেস্ট, মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স সহ আরো বেশকিছু অভিযোগে রাজধানীর রিজেন্ট হাসপাতালের অফিস সিলগালা করেছে র‌্যাব। হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা চলায় হাসপাতালটি সিলগালা করা হয়নি।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল্লাহ বুলবুল বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।

তিনি বলেন, হাসপাতালটির লাইসেন্সের মেয়াদ শেষ। এছাড়া টেস্ট না করে করোনা রোগীদের পজিটিভ ও নেগেটিভ রেজাল্ট দেয়া হতো। এসব কারণে হাসপাতালটির অফিস সিলগালা করা হয়েছে। আর হাসপাতালে রোগী থাকায় তা বন্ধ করা হয়নি। অনিয়ম ও প্রতারণার জন্য কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

[caption id="attachment_230378" align="aligncenter" width="687"] অফিসের কার্যক্রম বন্ধ। ছবি: ভোরের কাগজ।[/caption]

হাসপাতালটির চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App