×

আন্তর্জাতিক

ভারতের পর যুক্তরাষ্ট্রেও নিষিদ্ধ হচ্ছে টিকটকসহ চীনা অ্যাপস

Icon

nakib

প্রকাশ: ০৭ জুলাই ২০২০, ০১:৩০ পিএম

ভারতের পর যুক্তরাষ্ট্রেও নিষিদ্ধ হচ্ছে টিকটকসহ চীনা অ্যাপস

মাইক পাম্পেও

চীন-ভারতের সীমান্ত বিরোধের জেরে ভারত সরকার চীনের তৈরী টিকটকসহ জনপ্রিয় ৫৯ অ্যাপস নিষিদ্ধ করেছে। এবার চীনের বাণিজ্য যুদ্ধের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রও সে পথে হাটবে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্টের পররাষ্ট্রমন্ত্রী মাইক পাম্পেও। ফক্স নিউজে কথা বলতে গিয়ে পাম্পেও বলেন টিকটক নিয়ে দেশটির সরকার গুরুত্ব দিয়ে ভাবছে। এর আগে দেশটির এক কূটনৈতিক বলেছিলেন কেউ যদি তাদের ব্যক্তিগত তথ্য চীনের সরকারের হাতে দিতে চায় তাহলে তারা যেন টিকটক ডাউনলোড করে। ভারত সরকারের পক্ষ থেকেও গ্রাহকের তথ্য চীনের কাছে পৌছে দেয়ার অভিযোগ করে নিরাপত্তার স্বার্থে অ্যাপসটি নিষিদ্ধ করা হয়। তবে টিকটকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় প্রতিষ্ঠানটিতে প্রধান নির্বাহীসহ গুরুত্বপূর্ণ পদে আমেরিকানরা দায়িত্ব পালন করকছেন। চীনা সরকারকে কোন তথ্য প্রদান করার কোন ইচ্ছা টিকটকের নেই। কখনো তারা কোন তথ্য প্রদন করেনি বলেও দাবি করনে। নিরাপত্তা ও বাণিজ্যসহ বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে চীনের সাথে যুক্তরাষ্ট্রের উত্তেজনাকর একটি পরিস্থিতির মধ্যেই পাম্পেও এমন একটি ঘোষণা দিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App