×

সারাদেশ

করোনা উপসর্গ নিয়ে আট জেলায় ১২ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২০, ১১:৪৬ এএম

করোনা উপসর্গ নিয়ে দেশের ৮ জেলায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফরিদপুরে প্রকৌশলীসহ ৩, সিলেটে ২, খুলনায় উপজেলা প্রশাসনিক কর্মকর্তাসহ ২, নওগাঁর মান্দা উপজেলা চেয়ারম্যান, শেরপুরে মুক্তিযোদ্ধা, ফেনীর প্রবীণ সাংবাদিক, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাবেক সেনা সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃদ্ধ মারা গেছেন। এদের কেউ কেউ করোনা পজেটিভ ছিলেন। অনেকেই বাড়িতে থেকেই চিকিৎসা নিয়েছিলেন। আবার কেউ কেউ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। নিচে এ সম্পর্কে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
ভাঙ্গা (ফরিদপুর) : জেলায় দুই ব্যবসায়ী ও এক প্রকৌশলী মারা গেছেন। এর মধ্যে ভাঙ্গা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন (৫৭) রবিবার গভীর রাতে মারা যান। তার বাড়ি পটুয়াখালীর গলাচিপায়। এছাড়া জেলা শহরের ওয়ালেস পাড়ার মুদি দোকানদার রুহুল আমিন (৫২) সোমবার সকালে নিজ বাসায় মারা যান। তার বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়। অন্যদিকে সদর উপজেলার ঈশান গোপালপুরের শিবরামপুরের ব্যবসায়ী বিল্লাহ হোসেন (৫৫) একই দিন সকালে মারা যান। সিলেট : সিলেটে নার্সসহ ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শহীদ ডা. সামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান ওই হাসপাতালের নার্স নাসিমা পারভীন। এর আগে রবিবার রাতে ময়মুন নেছা নামে আরেক নারীর মৃত্যু হয়। খুলনা : জেলার দিঘলিয়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা গোলাম সারোয়ার খান (৫৮) মারা গেছেন। সোমবার সকাল ৬টার দিকে খুলনা সদর হাসপাতালের ফ্লু কর্নারে তিনি মারা যান। তার বাড়ি বরিশাল জেলার আগৈলঝরা উপজেলায়। অপরদিকে ইমাম হোসেন বাচ্চু (৫৫) নামে আরেকজনের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনি মারা যান। তিনি নগরীর রায়েরমহলের সৈয়দ আলতাফ হোসেনের ছেলে। নওগাঁ : জেলার মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা স ম জসিম উদ্দিন সোমবার সকাল ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। শেরপুর : জেলার নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবদুল হালিম উকিল (৬৭) রবিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানী ঢাকার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে মারা গেছেন। বর্ণাঢ্য রাজনৈতিক ব্যক্তিত্ব আবদুল হালিম উকিল নালিতাবাড়ী পৌরসভার মেয়রের দায়িত্ব পালন ছাড়াও তিনি ছিলেন ওই পৌরসভার প্রথম নির্বাচিত পৌর চেয়ারম্যান। ফেনী : জেলার প্রবীণ সাংবাদিক নুরুল করিম মজুমদার রবিবার রাত সাড়ে ৮টার দিকে ফেনী জেনারেল হাসপাতালে মারা গেছেন। তার বাড়ি জেলার উকিলপাড়ায়। তিনি ফেনী প্রেস ক্লাবের ৪ বারের সভাপতি, ফেনী সেন্ট্রাল হাইস্কুল ও পশ্চিম উকিলপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি এবং বাংলাদেশ টেলিভিশন, ডেইলি স্টার ও ইউএনবির ফেনী জেলা প্রতিনিধি ছিলেন। গোপালগঞ্জ : জেলার টুঙ্গিপাড়া উপজেলায় আবুল হাসান মুন্সি (৬০) নামে এক সাবেক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে আইসোলেশনে তিনি মারা যান। ব্রাহ্মণবাড়িয়া : জেলার আখাউড়ায় মো. জহিরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App