×

রাজধানী

করোনায় মারা গেলেন ফেনীর সিভিল সার্জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২০, ০৮:৪৫ পিএম

করোনায় মারা গেলেন ফেনীর সিভিল সার্জন

ডা. মো. সাজ্জাদ হোসেন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মারা গেলেন ফেনীর সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মো. সাজ্জাদ হোসেন (৫৫)। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে কোভিড০-১৯ আক্রান্ত হয়ে রাজধানীর আজগর আলী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ( আই সি ইউ) শেষ নিশ্বাস ত্যাগ করেন। জানা যায়, ১২ জুন তার করোনা পজেটিভ আসে। পরে শ্বাসকষ্ট অনুভব করলে ১৪ জুন দুপুরে হাসপাতালের চতুর্থ তলার আইসোলেশনে ভর্তি হন তিনি। মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে ১৮ জুন দুপুরে ফেনী থেকে অ্যাম্বুলেন্সে রাজধানীর আজগর আলী হাসপাতালে নেয়া হয়।

ডা. সাজ্জাদ হোসেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের ২৫তম ব্যাচের ছাত্র ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ডা. নাদিয়া দিলরুবা ও এক কন্যাসন্তান রেখে গেছেন।

   

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App