×

মুক্তচিন্তা

উজ্জ্বল নক্ষত্রের বিদায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২০, ০৯:৫৬ এএম

হাজারো ভক্তকে কাঁদিয়ে পরপারে চলে গেলেন বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। তাকে বলা হয় প্লেব্যাক সম্রাট। অসংখ্য চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। জনপ্রিয় হয়ে উঠেছিলেন তার দরদী ভরাট কণ্ঠের কারণে। ১৫ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। রাজশাহী বেতার কেন্দ্রের তালিকাভুক্ত শিল্পী হয়েও ১৯৭৭ সালে প্লেব্যাক সিঙ্গার হিসেবে আবিভর্‚ত হন ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রের মাধ্যমে। প্রখ্যাত সুরকার আলম খান সুরারোপিত গানটি ছিল ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’। ১৯৭৯ সালে ‘প্রতিজ্ঞা’ চলচ্চিত্রে ‘এক চোর যায় চলে’ গানটি প্রথমে শ্রোতাপ্রিয় হয়। এরপর ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘বড় ভালো লোক ছিল’ চলচ্চিত্রে ‘হায়রে মানুষ রঙিন ফানুস’ গানটির জন্য শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। সে সময় থেকে আমাদের কাছে তিনি কণ্ঠের রাজপুত্র হয়ে যান। আমাদের যৌবনকে মাতিয়ে তুললেন এই কণ্ঠ জাদুকর। আমরা তার গান শুনতে থাকি আর গাইতে থাকি গলা ফাটিয়ে কী জাদু করিলা পিরিতি শিখাইলা, থাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনী। অথবা ডাক দিয়াছেন দয়াল আমারে। অথবা ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না। অথবা আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান। কোনটা রেখে কোনটা বলি। এন্ড্রু কিশোরের কণ্ঠ যেন প্রতিটি মানুষের কণ্ঠে গিয়ে মিলিয়ে যেতে থাকল। চলচ্চিত্রে যে অভিনেতাই লিপসিং করুন না কেন, মনে হতো তিনি নিজেই গাইছেন। রাজ্জাক, ফারুক, আলমগীর, ওয়াসিম, জাফর ইকবাল থেকে শুরু করে রিয়াজ, সালমান, শাকিব প্রত্যেকেরই ঠোঁট যেন এন্ড্রু কিশোরের কণ্ঠের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। আশির দশকের শুরু থেকে চলচ্চিত্র দেখার পাশাপাশি আমরা রেডিও শুনতাম বেশি। রেডিওতেও একটি প্রিয় কণ্ঠ ছিল এন্ড্রু কিশোর। আর প্রিয় গানটি ছিল, মনিরুজ্জামান মনিরের কথা ও শেখ সাদী খানের সুরে ‘ওগো বিদেশিনী তোমার চেরি ফুল দাও আমার শিউলি নাও, দুজনে প্রেমে হই ঋণী।’ আরেকটি গান জনপ্রিয় ছিল, মুনশী ওয়াদুদের কথা এবং শেখ সাদী খানের সুরে ‘আমার রাজ্য তো নেই আছে শুধু রাজার মতো মন।’ এরকম শত শত গান আমাদের হৃদয়কে আন্দোলিত করেছে যে গানগুলোতে কণ্ঠ দিয়েছেন প্রিয় শিল্পী এন্ড্রু কিশোর। এরকম কয়েকটি গান স্মৃতিপটে ভেসে উঠছে আজ কারে দেখাব মনের দুঃখ কথা ও সুর রাধারমণ। কত রঙ্গ জানো রে মানুষ পলাশের দিনে পলাশ হয়েই ঘরে ফিরেছিল খোকা কথা মোহাম্মদ রফিকউজ্জামান, সুর ফরিদ আহমেদ। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল (কনকচাঁপার সঙ্গে ডুয়েট) কথা মোহাম্মদ রফিকউজ্জামান, সুর আলাউদ্দিন আলী। পড়ে না চোখের পলক কথা ও সুর আহমেদ ইমতিয়াজ বুলবুল। আমার সারা দেহ খেয়ো গো মাটি কথা ও সুর আহমেদ ইমতিয়াজ বুলবুল। তুমি আমার কত চেনা (সাবিনা ইয়াসমিনের সঙ্গে ডুয়েট) কথা মনিরুজ্জামান মনির, সুর আলম খান। সবাই তো ভালোবাসা চায় (সাবিনা ইয়াসমিনের সঙ্গে ডুয়েট) কথা গাজী মাজহারুল আনোয়ার, সুর আলম খান। পৃথিবীর যত সুখ (সাবিনা ইয়াসমিনের সঙ্গে ডুয়েট) কথা ও সুর আহমেদ ইমতিয়াজ বুলবুল। আমি একদিন তোমায় না দেখিলে (রুনা লায়লার সঙ্গে ডুয়েট) কথা মনিরুজ্জামান মনির, সুর আলম খান। আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে (রিজিয়া পারভিনের সঙ্গে ডুয়েট) কথা মিল্টন খন্দকার, সুর আলম খান। চোখ যে মনের কথা বলে কথা গাজী মাজহারুল আনোয়ার, সুর খন্দকার নূরুল আলম। এক বিন্দু ভালোবাসা দাও (কনকচাঁপার সঙ্গে ডুয়েট) কথা মনিরুজ্জামান মনির, সুর আলী আকরম শুভ। কেন লোকে ভালোবাসা চায় (সাবিনা ইয়াসমিনের সঙ্গে ডুয়েট) কথা আমজাদ হোসেন, সুর আলাউদ্দিন আলী। শহীদ মিনার ভরে গেছে ফুলে ফুলে কথা মোহাম্মদ মনিরুজ্জামান, সুর সমর দাস। জীবনের গল্প আছে বাকি অল্প কথা মনিরুজ্জামান মনির, সুর আলম খান আমার বুকের মধ্যিখানে মন যেখানে কথা ও সুর আহমেদ ইমতিয়াজ বুলবুল। বুক-ভরা কি সুখ যে আমার কথা মোহাম্মদ রফিকউজ্জামান, সুর ফরিদ আহমেদ। তুমি আমার জীবন আমি তোমার জীবন কথা ও সুর আহমেদ ইমতিয়াজ বুলবুল। ও সাথী রে যেয়ো না কখনো দূরে (সাবিনা ইয়াসমিনের সঙ্গে ডুয়েট) কথা মনিরুজ্জামান মনির, সুর আলম খান। এরকম হাজারো জনপ্রিয় গানের শিল্পী এন্ড্রু কিশোর। বাংলা গানের জগতে তিনি একটি অবিস্মরণীয় নাম। এন্ড্রু কিশোর ১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তিনি আব্দুল আজিজ বাচ্চুর কাছে প্রাথমিকভাবে সঙ্গীত-শিক্ষা শুরু করেন। স্বাধীনতার পর নজরুলগীতি, রবীন্দ্রসংগীত, আধুনিক গান, লোকগান ও দেশাত্মবোধক গানে রেডিওতে তালিকাভুক্ত শিল্পী হন। অসাধারণ মেধাবী এই শিল্পী নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তার গায়কী ঢং দিয়ে। তিনি আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। বাচসাস পুরস্কার পেয়েছেন পাঁচবার। এছাড়াও শ্রেষ্ঠ গায়ক হিসেবে পেয়েছেন মেরিল-প্রথম আলো পুরস্কার। জননন্দিত শিল্পী এন্ড্রু কিশোর নন-হজকিন লিম্ফোমা ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন রোগভোগের পর গত ৬ জুলাই মৃত্যুবরণ করেন। শত কোটি শ্রদ্ধা আর ভালোবাসা জানাই মহান এই শিল্পীর প্রতি। লেখক : কবি, গীতিকার ও শিশুসাহিত্যিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App