নেত্রকোনার দূর্গাপুরে সোমেশ্বরী নদীতে পড়ে আবু বক্কর (২৮) এক বালু শ্রমিক নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর পর এই ঘটনাটি ঘটে। নিখোঁজ বালু শ্রমিক উপজেলার চন্ডিগর ইউনিয়নের কেরনখলা বাজারের মৃত লাল মিয়ার ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, আবু বক্কর দুপুর বেলায় বালু তোলার কাজ শেষ করে খাবারের উদ্দেশ্যে নদী থেকে টানে আসেb। খাবার খেয়ে পুনরায় নদীতে কাজ করার সময় তিনি নদীর গর্তে পড়ে নিখোঁজ হন।
স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে দূর্গাপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে পরে ময়মনসিংহ ডুবুরিদলকে খবর দেয়।
দূর্গাপুর থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।