×

আন্তর্জাতিক

করোনায় ১০০ বছরের ইতিহাস পরিবর্তন অস্ট্রেলিয়ায়

Icon

nakib

প্রকাশ: ০৬ জুলাই ২০২০, ১২:৪২ পিএম

করোনায় ১০০ বছরের ইতিহাস পরিবর্তন অস্ট্রেলিয়ায়

সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা

করোনা ভাইরাসের কারণে অনেক নতুন ইতিহাস লেখা হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। মেলবোর্নে ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে অস্ট্রেলিয়া তাদের দুটি জনবহুল রাজ্যের মধ্যে সীমান্ত বন্ধ করে দিয়েছে। সোমবার (৬ জুলাই) দেশটির ১০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সরকারেরপক্ষ থেকে ভিক্টোরিয়া ও নিউসাউথ ওয়েলসের মধ্যে সীমান্ত বন্ধের ঘোষণা দেয়া হয়। এর আগে ১৯১৯ সালে স্পেনিশ ফ্লুয়ের সময় রাজ্য দুটির মধ্যে চলচল বন্ধ করে দেয়অ হয়েছিল। এবার করোনা সংকটে আবার ১০০ বছর পর একই পথে হাটতে হয়েছে অস্ট্রেলিয়াকে। মেলবোর্নে গত কয়েকদিন যাবত কোরনার সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় প্রশাসন এমন কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানানো হয়। দেশটিতে এ পর্যন্ত মাত্র ৮ হাজার ৫০০ মানুষ আক্রান্ত হয়েছে। তবে মেলবোর্নে গত সপ্তাহে গড়ে ১০৯ জন করে আক্রান্ত হওয়ায় সতর্কতা অবলম্বন করছে দেশটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App