×

আন্তর্জাতিক

রাশিয়াকে ছাড়িয়ে করোনায় বিশ্বে তৃতীয় ভারত

Icon

nakib

প্রকাশ: ০৬ জুলাই ২০২০, ০১:৩৫ পিএম

করোনা পরিস্থিতি ক্রমেই আরো জটিল হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। করোনা সংক্রমনের দিক দিয়ে বিশ্বে রাশিয়াকে ছাড়িয়ে তালিকার তৃতীয় অবস্থানে এসে পৌঁছেছে ভারত। গত ২৪ ঘণ্টায় ভারতে প্রায় ২৪ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। বর্তমানে দেশটির তেলেগু, তামিল নাডু ও কর্ণাটেকে দ্রুত সংক্রমণ বাড়ছে। দেশটিতে একমাস আগে লকডাউন তুলে নিয়ে ধর্মীয় স্থাপনাসহ মার্কেট খুলে দেয়ার পর প্রতিনিয়ত সংক্রমণ বেড়ে এ পর্যায়ে এসেছে। এখন পর্যন্ত দেশে করেনানায় আক্রান্ত হয়েছেন প্রায় ৭ লাখ মানুষ এবং ভাইরাসটিতে মৃত্যু হয়েছে প্রায় ২০ হাজার মানুষের। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো সর্বশেষ ৩ দিনে গড়ে প্রতিদিন ২০ হাজারের বেশি মানুষ ভাইরাসটিতে সংক্রমিত হয়েছে। উল্লেখ্য, ভারত সংক্রমনের দিক দিয়ে বিশ্বে তৃতীয় অবস্থানে থাকলেও মৃত্যুর দিক দিয়ে অষ্টম অবস্থানে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App