×

সারাদেশ

ভেসে গেছে সাঁকো, দুর্ভোগে ৮ গ্রামের মানুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২০, ০৬:০৪ পিএম

ভেসে গেছে সাঁকো, দুর্ভোগে ৮ গ্রামের মানুষ

ছবি: প্রতিনিধি

ভেসে গেছে সাঁকো, দুর্ভোগে ৮ গ্রামের মানুষ

স্রোতে ভেসে গেছে সাঁকো।

ভেসে গেছে সাঁকো, দুর্ভোগে ৮ গ্রামের মানুষ

লণ্ডভণ্ড সাঁকো

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রৌমারীর জিঞ্জিরাম নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ভেসে গেছে একমাত্র বাঁশের সাঁকোটি। এতে রৌমারী উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় পড়েছে প্রায় ৮ গ্রামের মানুষের। উপজেলার সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো। বুধবার (১ জুলাই) পাহাড়ি ঢলে বাঁশের সাঁকো ভেঙে লণ্ডভণ্ড হয়ে যায়।

[caption id="attachment_230173" align="aligncenter" width="700"] লণ্ডভণ্ড সাঁকো[/caption]

এলাকাবাসী সবুজ মিয়া, সুরুজ মিয়া, আব্দুর রহিমসহ অনেকে জানান, প্রায় ৪’শ ফিট রাস্তা ভেঙে যাওয়ায় রৌমারী উপজেলার খাঁটিয়ামারী, রতনপুর, চর বামনেরচর, মোল্লার চর, বেহুলার চর, সুতির পাড়, বোল্লাপাড়া, গ্রামবাসীর উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ রক্ষার একমাত্র সড়ক এটি। এ বাঁশের সাঁকোটি দিয়ে শাকসবজি, তরিতরকারি বাজারে আনা নেয়ার সমসা হচ্ছে। দীর্ঘ ৭ বছর ধরে ৮ গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে পাড় হচ্ছে সাঁকো। এখানে সেতু নির্মাণে কোনো উদ্যোগ নেয়া হয়নি।

[caption id="attachment_230171" align="aligncenter" width="700"] স্রোতে ভেসে গেছে সাঁকো।[/caption]

রৌমারী সদর ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু বলেন, এই বাঁশের সাঁকো নিয়ে অনেক দপ্তরের সঙ্গে কথা বলেছি। তারা আশ্বাস দিয়েছেন।

উপজেলা প্রকৌশলী মামুন খান জানান, আমি নতুন যোগদান করেছি। এ ব্যাপারে কিছু জানি না।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান জানান, বন্যায় ভেঙে যাওয়া বাঁশের সাঁকোর স্থানে বড় স্লুইজগেট হবে। তবে মহামারি করোনা ভাইরাস ও বন্যার কারণে কার্যক্রম বন্ধ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App