×

বিনোদন

ভাবতেন কণ্ঠশ্রমিক, থাকতেন অন্তরালে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২০, ০৯:৩৮ পিএম

ভাবতেন কণ্ঠশ্রমিক, থাকতেন অন্তরালে

এন্ড্রু কিশোর

ঢালিউডের প্লেব্যাক সম্রাট কিংবা কিংবদন্তি কণ্ঠশিল্পী হিসেবে তাকে যত উচ্চতাতেই আমরা তুলি না কেন তিনি নিজেকে ভাবতেন কণ্ঠশ্রমিক। শুধু কি তাই, সংগীত কিংবা সুরের ওপর তার যে জ্ঞান কম সেটা নির্দ্বিধায় অকপটে বলতেন। সেই কারণেই বুঝি এতো জনপ্রিয় গানের শিল্পী হয়েও নিজেকে আড়ালে রাখতেন। কখনও সামনে আনতে না নিজেকে। অন্য শিল্পীরা যখন কিছুটা গান গেয়েই নিজের প্রচারণা নিয়ে মেতে থাকতেন তখন তিনি নিজেকে রাখতে আড়ালে। গণমাধ্যমে তাই তার উপস্থিতি ছিল খুবই কম। সেই স্বাধীনতার পর পরই তিনি প্লেব্যাক শুরু করেছিলেন। প্রথম থেকেই সবার নজর কেড়েছিলেন। অসাধারণ ভরাট কণ্ঠের জন্য তিনি বাংলা সিনেমায় অনিবার্যই ছিলেন বলা যায়। তবে অনিবার্য হয়েও নিজেকে সাধারণ করে রাখতেন। কারো সঙ্গে আটপৌরে আলাপ কিংবা সাক্ষাৎকারে নিজেকে বড় করে কখনও দেখতে বা দেখাতে চাইতেন না। তিনি বলতেন কথা কিংবা সুরের ওপর তার এতটা জ্ঞান নেই। তার জ্ঞান শুধু গায়কীতে। তাই তিনি গীতিকার কিংবা সুরকারের ব্যাপারে মাথা ঘামাতেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App