×

সারাদেশ

বিয়ে করতে গিয়ে খেলেন জেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২০, ০৫:৪০ পিএম

বিয়ে করতে গিয়ে খেলেন জেল

বর আব্দুল্লাহ নিশান ওরফে বাবু

নেত্রকোনার মদনে উপজেলা প্রশাসনের সহায়তায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল শিশু। প্রথম স্ত্রী গোপন করে দ্বিতীয় বাল্য বিয়ের প্রস্ততি নেয়ায় অপরাধে রোববার রাতে বর আব্দুল্লাহ নিশান ওরফে বাবুকে ১ মাসের জেল দেয় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সোমবার তাকে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, পৌরসভার ৯ নং ওয়ার্ডের মাহমুদপুর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের শিশুর (১১) সাথে একই গ্রামের হাজী রহমানের ছেলে আব্দুল্লাহ নিশান ওরফে বাবু প্রথম স্ত্রী গোপন করে শিশু মেয়েটিকে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নেয়। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ তালুকদার বরের বোনের বাড়ি জাহাঙ্গীরপুর পূর্ব পাড়ায় উপস্থিত হয়ে বরকে ১ মাসের জেল দেন এবং প্রাপ্ত বয়স না হওয়ায় পর্যন্ত মেয়ের পরিবারের নিকট থেকে মুচলেকা নেন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, যুব উন্নয়ন কর্মকর্তা আঃ আহাদ, হিসাব রক্ষণ কর্মকর্তা হাবিবুল বাশার, নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম, করোনার উপজেলা সমন্বয়কারী আব্দুল আওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

এস আই নূরুল আমিন জানান,জেল হওয়ায় বরকে আজ নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App