×

রাজধানী

দুই সংসদীয় আসনে ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২০, ০৬:০৯ পিএম

বগুড়া-১ ও যশোর-৬ দুই সংসদীয় আসনে উপনির্বাচন ‍উপলক্ষে ভোটের দিন ১৪ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১৪ জুলাই বুধবার করোনা কালের মধ্যেই সেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, অথচ গত ২১ মার্চ করোনার কারণে সেখানে ভোট স্থগিত করেছিল ইসি।

ইসির উপসচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত সাধারণ ছুটি সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। জনপ্রশানসন মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো চিঠিতে সাধারণ ছুটি সংক্রান্ত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

ওই দুই সংসদীয় আসনে ২৯ মার্চ নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে স্থগিত করা হয়। আর এখন সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে এই নির্বাচন করছে ইসি। ১৫ জুলাই বগুড়া-১ আসনের এবং ১৮ জুলাই যশোর-৬ আসনের নির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধান নির্ধারিত ১৮০ দিন শেষ হতে যাচ্ছে।

এর আগে ইসি সচিব মো. আলমগীর জানান, ওই দুই আসনে নতুন করে কোনো মনোনয়নপত্র জমা, দাখিলের প্রয়োজন নেই। যেসব প্রার্থী ছিলেন এবং যে অবস্থায় নির্বাচন স্থগিত হয়েছিল, সে অবস্থা থেকেই আবার কার্যক্রম শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App