×

সারাদেশ

কুমারখালীতে তুচ্ছ ঘটনায় প্রাণঘাতী সংঘর্ষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২০, ০৫:১৫ পিএম

কুমারখালীতে তুচ্ছ ঘটনায় প্রাণঘাতী সংঘর্ষ

সান্দিয়ারা গ্রামে সংঘর্ষস্থান

কুমারখালীতে তুচ্ছ ঘটনায় প্রাণঘাতী সংঘর্ষ

সান্দিয়ারা গ্রামে সংঘর্ষের স্থান

কুমারখালীতে তুচ্ছ ঘটনায় প্রাণঘাতী সংঘর্ষ

সান্দিয়ারা গ্রামে সংঘর্ষের স্থান

কুষ্টিয়ার কুমারখালীর সান্দিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার পান্টি ইউনিয়নে এ সংঘর্ষ হয়েছে। নিহত ব্যক্তি হলেন- সান্দিয়ারা গ্রামের মৃত মোফাজ্জেলের ছেলে বিল্লাল (৪৮)।

ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হযেছে। পুলিশ বলছে এলাকার পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী ডাঁসা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দুলাল শেখের ছেলে মামুন শেখের সঙ্গে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমনের দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল।

সেই বিবাদের জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুগ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কুমারখালী থানা ও স্থানীয় ক্যাম্পের পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ব্যবহার করে। এসময় ঘটনাস্থলেই একজন নিহত হন। এছাড়া পুলিশসহ অর্ধশতাধিক আহত হন।

জানতে চাইলে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, সংঘর্ষে একজন নিহত হয়েছে বলে শুনেছি। সেখানে ইতোমধ্যে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপাতত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

[caption id="attachment_230159" align="aligncenter" width="1127"] সান্দিয়ারা গ্রামে সংঘর্ষের স্থান[/caption] [caption id="attachment_230161" align="aligncenter" width="1198"] সান্দিয়ারা গ্রামে সংঘর্ষের স্থান[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App