×

সারাদেশ

কাঁচা মরিচ আমদানিতে কমেছে দাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২০, ০৪:১৪ পিএম

কাঁচা মরিচ আমদানিতে কমেছে দাম

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসছে কাঁচা মরিচ। আমদানি বাড়ায় কেজিতে ১৫ থেকে ২০ টাকা কমে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা। এসব আমদানিকৃত কাঁচা মরিচ গত ২ দিন আগে আড় গুলোতে বিক্রি হয়েছে ৬৫ থেকে ৭০ টাকা কেজি। প্রতি কেজি মরিচ ২১ টাকা শুল্ক দিয়ে আমদানি করছে ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারকরা জানান, বন্যার কারণে দেশের বিভিন্ন স্থানে কাঁচা মরিচের আবাদ নষ্ট হয়েছে। তাই দেশে কাঁচা মরিচের চাহিদা মেটাতে ও দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে পণ্যটি আমদানি করা হচ্ছে। আগের থেকে আমদানি বাড়ায় বন্দর এলাকায় দাম কমতে শুরু করেছে।

হিলি কাষ্টমস সূত্রে জানা যায়, গত ৮ কর্ম দিবসে ভারতীয় ২৭ ট্রাকে ২ শত ৫৪ মেট্রিকটন কাঁচা মরিচ আমদানি হয়েছে। যা থেকে সরকার রাজস্ব পেয়েছে ৫১ লক্ষ ৮৩ হাজার ৩শ ৪২ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App