×

সারাদেশ

করোনা উপসর্গ নিয়ে ১৩ জেলায় ১৬ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২০, ১০:১৬ এএম

করোনা উপসর্গ নিয়ে ১৩ জেলায় ১৬ জনের মৃত্যু

প্রতীকী ছবি

করোনা উপসর্গ নিয়ে দেশের ১৩ জেলায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতক্ষীরায় ২ নারীসহ ৩, বগুড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকসহ ২, রংপুরে শিক্ষক, কুমিল্লার চান্দিনায় কৃষক, ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধা, নীলফামারীর সৈয়দপুরে এমপির ভাগ্নে, যশোরে চিকিৎসক, দিনাজপুরের ক্রীড়া সংগঠক, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বৃদ্ধ, লক্ষ্মীপুরের রামগতিতে ব্যবসায়ী, মাগুরায় বৃদ্ধ, খুলনায় বৃদ্ধ এবং বরিশালে এক ব্যক্তি মারা গেছেন। এদের কেউ কেউ করোনা পজেটিভ ছিলেন। অনেকেই বাড়িতে থেকেই চিকিৎসা নিয়েছিলেন। আবার কেউ কেউ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। নিচে এ সম্পর্কে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
সাতক্ষীরা : জেলায় ২ নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ও রবিবার সকালে তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে জেলার দেবহাটা উপজেলার খাঞ্জিয়া নোয়াপাড়া গ্রামের এক নারী (৫০), সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার এক বৃদ্ধ (৯৫) এবং কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামে অপর এক নারী (৪০)। বগুড়া : বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কাশেম আযাদ (৫৮) রবিবার বেলা সোয়া ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাসিন্দা। অন্যদিকে সিদ্দিক হোসাইন (৭৭) নামে এক বৃদ্ধ একই দিন সকাল ৭টার দিকে শজিমেক হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান। তিনি শহরের মালতিনগর এলাকার বাসিন্দা। রংপুর : জেলায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে জেলার পীরগঞ্জ উপজেলার শীতলপুরে তিনি মারা যান। তিনি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। কুমিল্লা : জেলার চান্দিনা উপজেলায় চারু মিয়া (৬২) নামে এক ব্যক্তি রবিবার সকালে নিজ বাড়িতে মারা গেছেন। তিনি উপজেলার মহিচাইল ইউনিয়নের জামিরাপাড়া গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে রবিবার সকালে সন্ধ্যা রানী (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি জেলার নবীনগর উপজেলার শ্যাম গ্রামের মৃত শচীন্দ্র সরকারের স্ত্রী। সৈয়দপুর (নীলফামারী) : সৈয়দপুরে সংরক্ষিত আসনের এমপি রাবেয়া আলীমের ভাগ্নে আমিরুজ্জামান বাবু (৫২) রবিবার মারা গেছেন। তিনি দিনাজপুরে এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি শহরের নতুন বাবুপাড়া এলাকার বাসিন্দা। যশোর : আমজাদ হোসেন (৬০) নামে জেলার বেনাপোলের এক চিকিৎসক শনিবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। তিনি বেনাপোলের বেসরকারি হাসপাতাল রজনী ক্লিনিকের মালিক। তিনি বেনাপোল পৌরসভার ৬নং ওয়ার্ডের ভবারবেড় গ্রামের বাসিন্দা। দিনাজপুর : জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফেরদৌস জাহাঙ্গীর মানিক শনিবার বিকালে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা গেছেন। তিনি শহরের রামনগরের বাসিন্দা। গোপালগঞ্জ : জেলার টুঙ্গিপাড়ায় ওসমান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার রাত পৌনে ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ডে তিনি মারা যান। রামগতি (লক্ষ্মীপুর) : মোসলেহ উদ্দিন খন্দকার (৫৯) নামে উপজেলার এক ব্যবসায়ী শনিবার রাতে ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি রামগতি পৌরসভার ৫নং ওয়ার্ডের খন্দকার বাড়ির লুৎফর রহমান খন্দকারের ছোট ছেলে। মাগুরা : জেলায় শফিউদ্দিন চোপদার (৭৫) নামে এক ব্যক্তি রবিবার ভোর ৪টার দিকে নিজ বাড়িতে মারা গেছেন। তিনি পৌরসভার ভায়না চোপদারপাড়া এলাকার বাসিন্দা। খুলনা : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে কামরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধ শনিবার সোয়া ৬টার দিকে মারা গেছেন। তার বাড়ি জেলার আড়ংঘাটা থানার গাইকুড় এলাকায়। বরিশাল : বরিশালে হাসপাতালের করোনা ওয়ার্ডে শনিবার রাত পৌনে ১১টার দিকে নগরীর নতুন বাজার এলাকার নিমাই বনিক (৬৬) নামে এক ব্যক্তি মারা গেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App