×

রাজনীতি

করোনামুক্ত গণফোরামের এমপি মোকাব্বির খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২০, ০৬:০৪ পিএম

করোনাভাইরাস জয় করেছেন সিলেট-২ আসনে গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান। রবিবার (৫ জুলাই) সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি নমুনা দিলে আজ সোমবার (৬ জুলাই) তার রিপোর্ট নেগেটিভ আসে।

এর আগে গত ১৫ জুন শ্বাসকষ্ট নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন মোকাব্বির খান।সেখানে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। অবস্থা কিছুটা ভাল হলে গত ২১ জুন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে ন্যাম ভবনে ১৪ দিন আইসোলেশনে থাকেন তিনি। সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন গণফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।

তিনি বলেন, গত ১৫ জুন শ্বাসকষ্ট নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন মোকাব্বির খান। সেখানে তার করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। হাসপাতালে কয়েক দিন তিনি আইসিইউতে ছিলেন। ২১ জুন অবস্থার উন্নতি হলে ঢাকার ন্যাম ভবনের বাসায় ফিরে ১৪ দিনের আইসোলেশনে থাকেন তিনি। আজ তার করোনা নেগেটিভ রিপোর্ট দিয়েছে সিএমএইচ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App