করোনা ভাইরাসের কারণে অনেক নতুন ইতিহাস লেখা হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। মেলবোর্নে ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে অস্ট্রেলিয়া তাদের দুটি জনবহুল রাজ্যের মধ্যে সীমান্ত বন্ধ করে দিয়েছে। সোমবার (৬ জুলাই) দেশটির ১০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সরকারেরপক্ষ থেকে ভিক্টোরিয়া ও নিউসাউথ ওয়েলসের মধ্যে সীমান্ত বন্ধের ঘোষণা দেয়া হয়।
এর আগে ১৯১৯ সালে স্পেনিশ ফ্লুয়ের সময় রাজ্য দুটির মধ্যে চলচল বন্ধ করে দেয়অ হয়েছিল। এবার করোনা সংকটে আবার ১০০ বছর পর একই পথে হাটতে হয়েছে অস্ট্রেলিয়াকে। মেলবোর্নে গত কয়েকদিন যাবত কোরনার সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় প্রশাসন এমন কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানানো হয়।
দেশটিতে এ পর্যন্ত মাত্র ৮ হাজার ৫০০ মানুষ আক্রান্ত হয়েছে। তবে মেলবোর্নে গত সপ্তাহে গড়ে ১০৯ জন করে আক্রান্ত হওয়ায় সতর্কতা অবলম্বন করছে দেশটি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।