ধীরগতিতে কমলেও পানি এখনো বিপদসীমার উপরে

আগের সংবাদ

দেশে ফেরা প্রবাসীদের জীবন অনিশ্চয়তায়!

পরের সংবাদ

ঢাকায় দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রদূত

প্রকাশিত: জুলাই ৬, ২০২০ , ১১:১২ পূর্বাহ্ণ আপডেট: জুলাই ৬, ২০২০ , ১১:১৩ পূর্বাহ্ণ

বাংলাদেশে নবনিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন ঢাকায় এসেছেন। সোমবার (৬ জুন) রাত ২টার দিকে তিনি হজরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান। দক্ষিণ কোরিয়া দূতাবাসের কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকায় দক্ষিণ কোরীয় দূতাবাস জানায়, লি জ্যাং কিউন বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ১৮তম রাষ্ট্রদূত। তার আগে এ দেশে ১৭ জন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। লি জ্যাং কিউনের আগে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর দফতরগুলোতে দক্ষিণ কোরিয়ার উপস্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এসএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়