×

ফুটবল

লেভানদোস্কির হাফসেঞ্চুরি, বায়ার্ন মিউনিখের শিরোপা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২০, ০৫:৩১ পিএম

লেভানদোস্কির হাফসেঞ্চুরি, বায়ার্ন মিউনিখের শিরোপা

বুন্দেসলিগার শিরোপা জয়ের পর ডিএফবি পোকালের শিরোপা জয়ের আনন্দে মাতোয়ারা বায়ার্ন মিউনিখ খেলোয়াড়রা

বুন্দেসলিগার শিরোপা জয়ের পর বায়ার লেভারকুসেনকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে এবার ডিএফবি পোকালের শিরোপাও জিতেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। এটি ডিএফবি পোকালে তাদের ২০ তম শিরোপা। অন্যদিকে সবমিলিয়ে মোট ১৩ বারের মতো জার্মান ফুটবলের জোড়া শিরোপা জিতেছে তারা। ম্যাচটিতে বায়ার্নের হয়ে জোড়া গোল করেছেন রবার্ট লেভানদোস্কি। একটি করে গোল করেছেন ডেভিড আলাবা ও সার্জে গ্নাবরি। অপরদিকে বায়ার লেভারকুসেনের হয়ে গোল করেছেন বেন বেন্ডার ও কাই হারভেজ। ম্যাচটিতে জোড়া গোল করার মাধ্যমে এই মৌসুমে প্রথম খেলোয়াড় হিসেবে গোলের হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন লেভানদোস্কি। বুন্দেসলিগা, ডিএফবি পোকাল, চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে মোট ৫১টি গোল করেছেন তিনি। এই ৫১টি গোলের মধ্যে ডিএফবি পোকালে তিনি গোল করেছেন ৬টি। এদিকে ম্যাচটিতে ১৬ মিনিটের মাথায় এগিয়ে যায় বায়ার্ন। এরপর ২৪ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি পায় তারা। ২-০ গোলে এগিয়ে থেকেই দ্বিতীয়ার্ধে খেলতে নামে তারা। এরপর দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ব্যবধান ৩-০ করেন লেভানদোস্কি। অবশেষে ৬৩ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় লেভারকুসেন। এরপর আবার ৮৯ মিনিটের মাথায় ফের গোল করেন লেভানদোস্কি। এরপর ম্যাচ যখন শেষ হতে আর কয়েক মিনিট বাকি তখন পেনাল্টি থেকে একটি গোল করে নিজেদের দ্বিতীয় গোলটি পূর্ণ করে লেভারকুসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App