×

আন্তর্জাতিক

লকডাউনের পর প্রথমবার বাইরে রাতের উচ্ছ্বাস

Icon

nakib

প্রকাশ: ০৫ জুলাই ২০২০, ১০:৩৪ এএম

লকডাউনের পর প্রথমবার বাইরে রাতের উচ্ছ্বাস

রাতের ব্যস্ত জীবন

তিন মাসের বেশি সময় লকডাউনে থাকার পর প্রথমবারের মতো রাতে বাইরে বেড়ানোর সুযোগ পেয়েছে ইংল্যান্ডের মানুষ। দীর্ঘ সময় পর সামাজিক দূরত্ব বজায় রেখে রাতের আধারে রঙিন বাতিতে উজ্জল ছিল বার, রেস্টুরেন্ট, পার্লার, সিনেমা হল ও থিম পার্কগুলো। তবে মন্ত্রীদের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে এবং স্বাস্থ্য বিভাগও বলছে এখনো ঝুঁকি মুক্ত নয় কেউই।

শনিবার রাতে করোনা ভাইরাসে মৃতদের স্বরণে জানালায় বাতি জ্বালিয়ে রাখা হয়। ডাউনিং স্ট্রিটেও নীল-সাদা আলো জ্বলতে দেখা যায়। ব্লেক্যপুল টাওয়ারসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনগুলোতের আলোকসজ্জা করা হয়। 10 Downing Street lit up blue

সরকার অনুমতি দিলেও নিরাপত্তার কথা বিবেচনা করে ৩০ শতাংশ দোকানপাট বেন্ধ রাখা হয়েছে। তবে সব খুলে দেয়ারও কিছু সমালোচনা করছে অনেকে। অন্যদিকে দীর্ঘদিন পর লকডাউন তুলে নেয়া হলেও অনেক নিয়ম মেনে বাইরে যেতে হচ্ছে নাগরিকদের। ৩ ঘণ্টার বেশি সময় রেস্টুরেন্টে অবস্থান করতে পারবে না কেউ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App