×

সারাদেশ

গাইবান্ধায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২০, ০২:৩৯ পিএম

গাইবান্ধায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত
নদ-নদীর পানি কমতে থাকায় গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বন্যা পরিস্থিতির ধীরে উন্নতি হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ভারতের দুর্যোগ বিভাগের তথ্যমতে আগষ্টে হয়তো আরেকবার বন্যা হতে পারে বলে আভাস পাওয়া গেছে। চার উপজেলার ২৬টি ইউনিয়নের ২৫৫টি চরের ৩০ হাজার ৮৭৬টি পরিবারের এক লাখ ২২ হাজার ৩২০ জন বন্যার্ত মানুষ শনিবারও পানিবন্দি ছিল। অনেকের ঘরবাড়ি হাটু থেকে কোমর পানিতে যুবে আছে। বন্যাকবলিত এলাকাগুলোয় পর্যাপ্ত ত্রাণের অভাব দেখা দিয়েছে। রয়েছে বিশুদ্ধ পানি, শিশু খাদ্য, পশু খাদ্য, জ্বালানী ও নারীদের স্বাস্থ্যগত সুরক্ষাসামগ্রীর সংকট। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ কে এম ইদ্রিশ আলী শনিবার বিকেলে বলেন, আমাদের হাতে আপাতত কোন ত্রাণ নেই। তবে রোববার বরাদ্দ পাওয়ার আশ্বাস পাওয়া গেছে। গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালি, হলদিয়া, জুমারবাড়ী, ঘুড়িদহ ও সাঘাটা ইউনিয়নের বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। আজ দুপুরে এ ত্রান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন। ত্রান বিতররণ শেষে ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি সাঘাটা উপজেলার বন্যা কবলিত ও নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। অপরদিকে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা জেলা ইউনিটের উদ্যোগে সুইস রেডক্রসের আর্থিক সহায়তায় সদর উপজেলার কামারজানি ও সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের নদী ভাঙা ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে(পরিবার প্রতি) নগদ ৪ হাজার ৫০০ টাকা করে বিতরণ করা হয়। টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App