×

সারাদেশ

করোনা উপসর্গ নিয়ে আট জেলায় ১০ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২০, ১০:৫২ এএম

করোনা উপসর্গ নিয়ে দেশের ৮ জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে ২, খুলনায় ২ নারী, লালমনিরহাটে আ.লীগ নেতা, চট্টগ্রামে আইনজীবী, মাগুরায় শিক্ষক, বরগুনার আমতলীতে ইউপি চেয়ারম্যান, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বৃদ্ধ এবং চাঁদপুরের হাজীগঞ্জে এক ব্যক্তি মারা গেছেন। এদের কেউ কেউ করোনা পজেটিভ ছিলেন। অনেকে বাড়িতে থেকেই চিকিৎসা নিয়েছিলেন। আবার কেউ কেউ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। নিচে এ সম্পর্কে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
বরিশাল : বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে মারা যান তারা। এর মধ্যে ভোর সাড়ে ৫টার দিকে মারা যান সফিকুল ইসলাম (৫০)। তিনি পিরোজপুরের সেনাখালী এলাকার নূর মোহাম্মদের ছেলে। একই সময় মারা যান সুনীল কুমার (৫০)। তিনি ঝালকাঠির নলছিটির অরুণ কুমারের ছেলে। খুলনা : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে মর্জিনা (২২) ও খাদিজা বেগম (৫৫) নামে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। মর্জিনা শুক্রবার রাতে মারা যান। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার একসরাই গ্রামের মো. আলামিনের স্ত্রী। অন্যদিকে ১৫ মিনিট পর খাদিজা বেগমের মৃত্যু হয়। তিনি নগরীর সোনাডাঙ্গা থানার বয়রা এলাকার জলিল হোসেনের স্ত্রী। লালমনিরহাট : জেলার পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পাটগ্রাম বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সামসুল আলম প্রধান (৫৩) শুক্রবার রাতে মারা গেছেন। তিনি উপজেলায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও আওয়ামী লীগের নেতা ছিলেন। চট্টগ্রাম : চট্টগ্রামে জ্যেষ্ঠ আইনজীবী আবুল কালাম আজাদ (৭৩) শুক্রবার রাত ১২টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে মারা গেছেন। তার বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারা গ্রামে। মাগুরা : মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ড. এ টি এম ওমর ফারুক (৫৫) শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি জেলার মহম্মদপুর উপজেলা সদরের ঐতিহ্যবাহী মুসল্লি পরিবারের সন্তান। আমতলী (বরগুনা) : উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এ কে এম নুরুল হক তালুকদার (৫৭) শনিবার সকালে ঢাকার বারডেম হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন। গোপালগঞ্জ : জেলার টুঙ্গিপাড়ায় কাজী আলমগীর (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। হাজীগঞ্জ (চাঁদপুর) : হাজীগঞ্জ পৌরসভার এনায়েতপুর গ্রামে মো. ওমর আলী (৫০) নামে এক ব্যক্তি শনিবার সকালে মারা গেছেন। তিনি পৌর ৯নং ওয়ার্ডের এনায়েতপুর গ্রামের মৃত আব্দুল ওহেদের ছেলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App