×

রাজধানী

শ্বাসকষ্টে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২০, ০৯:১৯ পিএম

শ্বাসকষ্টে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের মৃত্যু

যুগ্ম সচিব খুরশিদ আলম।

শ্বাসকষ্ট নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খুরশিদ আলম মারা গেছেন। শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত পৌনে একটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তবে তিনি করোনা আক্রান্ত কিনা তা নমুনা পরীক্ষার ফলাপল পাওয়ার পর জানা যাবে।

খুরশিদ আলমের চাচাতো ভাই সাহাদত পারভেজ জানান, তার ভাইয়ের আগে হার্টের সমস্যা ছিল। শুক্রবার বিকেল ৩টার দিকে তিনি শ্বাসকষ্ট অনুভব করলে প্রথমে বাসাতেই অক্সিজেন দেয়া হয়। পরে পরিস্থিতির অবনতি হলে তাকে বেসরকারি হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে দিবাগত রাত পৌনে একটায় তিনি মারা যান।

এই যুগ্ম সচিবের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে। তাঁর জন্ম ১৯৬০ সালের সেপ্টেম্বরে। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তাঁকে আজ শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

এ পর্যন্ত সাবেক ও বর্তমান সহ প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে ১২ জন করোনায় মারা যান। এছাড়া আক্রান্ত হয়েছেন প্রায় ২৫০ কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App