×

রাজধানী

লুটেরাদের স্বার্থে পাটশিল্প ধ্বংসের সিদ্ধান্ত বাতিলের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২০, ০৫:৫৩ পিএম

লুটেরাদের স্বার্থে পাটশিল্প ধ্বংসের সিদ্ধান্ত বাতিলের দাবি

কৃষক সমিতির দুর-বন্ধন কর্মসূচি।

সামরিক শাসক জিয়া-এরশাদের বিরাষ্ট্রীয়করণের ধারায় ২৬টি রাষ্ট্রীয় মালিকানাধীন পাটকল পিপিই’র নামে লুটেরাদের হাতে তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি।

শনিবার (৪ জুলাই) শনিবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহীর চন্দনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খানের সঞ্চালনায় দুর-বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন পাট, পাটশিল্প আমাদের ঐতিহ্য ও অহংকার। বাংলাদেশের মুক্তি সংগ্রামে পাটচাষী ও পাটকল শ্রমিকদের অবিস্মরণীয় অবদান দেশবাসীর অজানা নয়। সামরিক শাসক এরশাদবিরোধী আন্দোলনে পাটকল শ্রমিকনেতা কমরেড তাজুলের আত্মদান গণতন্ত্রের সংগ্রামকে ভিন্ন মাত্রায় নিয়ে যায় এবং এর ধারাবাহিকতায় স্বৈরশাসকের পতন ঘটে এবং দেশে গণতন্ত্রের বিজয় হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App