×

জাতীয়

রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২০, ১০:৩২ এএম

বন্যায় সবজি ক্ষেত নষ্ট হওয়ায় দুসপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী সবজি বাজার। রাজধানীতে আগের চড়া দামেই বিক্রি হচ্ছে সবজি। আলু, পটল থেকে শুরু করে বেগুন, বরবটি, ঢেঁড়স, ধুন্দল, ঝিঙে, করলা, পেঁপেসহ প্রায়সব ধরনের সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৭০-১০০ টাকা। গাজরের কেজি মানভেদে বিক্রি হচ্ছে ৮০-১২০ টাকা। পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা। গত সপ্তাহেও এ সবজিগুলোর দাম এমন চড়া ছিল। শুধু বেগুন, গাজর, টমেটো নয়, বাজারে এখন সব ধরনের সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। বাজারভেদে বরবটির কেজি বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা। চিচিংগার ৫০-৬০, পেঁপে ৪০-৫০, পটল ৩০-৫০, করলা ৫০-৭০, ঝিঙে ৫০-৬০, কচুর লতি ৪০-৬০, কচুরমুখী ৬০-৭০, কাকরোল ৬০-৭০, ঢেঁড়স ৩০-৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আলুর কেজি বিক্রি হচ্ছে ২৮-৩২ টাকা। সবজির দামের কারণ হিসেবে যাত্রাবাড়ীর সবজি বিক্রেতা মুকুল বলেন, ?দুই সপ্তাহ ধরেই বাজারে সব ধরনের সবজির দাম কিছুটা বাড়তি। এখন বাজারে তুলনামূলক সবজির সরবরাহ কম। এর মধ্যে উত্তরাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এতে সামনে সবজির দাম আরো বাড়তে পারে বলেও জানান এই সবজি বিক্রেতা। সবজির পাশাপাশি চড়া দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। বাজারভেদে কাঁচামরিচের পোয়া (২৫০ গ্রাম) ৩০-৪০ টাকা বিক্রি হচ্ছে। ডিম ও মুরগির দামও কিছুটা বাড়তি। ডিমের ডজন আগের মতো ১০০-১০৫ টাকা বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৫০-১৭০ টাকা। লাল লেয়ার মুরগি ২২০-২৫০ টাকা এবং পাকিস্তানি সোনালি মুরগি ২৭০-২৯০ টাকা কেজি বিক্রি হচ্ছে। শনির আখড়ার মুদি দোকানি বলেন, ?দুই সপ্তাহ ধরে ডিমের দাম একটু বেশি। আগে ডিমের ডজন ৯৫ টাকা বিক্রি করেছি। দুই সপ্তাহ ধরে ১০৫ টাকা বিক্রি করেছি। তিনি বলেন, ফার্মে এখন ডিম উৎপাদন কম হচ্ছে। তাছাড়া মুরগির দাম বাড়তি। এ কারণেই হয়ত ডিমের দাম বেড়েছে। সবজি, ডিম, মুরগির দাম চড়া হলেও কিছুটা স্বস্তি দিচ্ছে পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩৫-৪৫ টাকা। আর আমদানি করা পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা। এদিকে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে মাছের দাম। ২০-৪০ টাকা কমে রুই মাছ বিক্রি হচ্ছে ২০০-৪০০ টাকা কেজি। এছাড়া পাঙাশ ১২০-১৭০, তেলাপিয়া ১২০-১৬০, পাবদা ৩০০-৪৫০, কাঁচকি ২৫০-৩৫০, সরপুঁটি (চায়না পুঁটি) ১৬০-২৫০, দেশি পুঁটি ৫০০-৭০০, ট্যাংরা ৫৫০-৭০০, শিং ৩০০-৫০০, চিংড়ি ৪০০-৯০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আর ইলিশ মাছ আগের মতোই এক কেজি সাইজের ১০০০-১২০০ টাকা বিক্রি হচ্ছে। ৫০০ থেকে ৭৫০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকা এবং ছোট ইলিশ আকারভেদে ৩০০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App