×

পুরনো খবর

ভ্যাকসিন ছাড়াই সুস্থ হবে অধিকাংশ মানুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২০, ১০:১৫ এএম

ভ্যাকসিন ছাড়াই সুস্থ হবে অধিকাংশ মানুষ

ভ্যাকসিন/ফাইল ছবি।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক জানালেন, করোনার ভ্যাকসিন সব মানুষের প্রয়োজন হবে না। ভ্যাকসিন ছাড়াই সুস্থ হবেন বিশে^র অধিকাংশ মানুষ। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক সুনেত্রা গুপ্তা বলেন, যে কোনো সুস্থ-সবল মানুষ, যার শরীরে আনুষঙ্গিক কোনো রোগ নেই, তার করোনা ভ্যাকসিনের দরকার নেই। যারা বয়স্ক, তাদের প্রয়োজন হতে পারে ভ্যাকসিনের। এছাড়া সাধারণ জ্বরের চেয়ে খুব বেশি গুরুত্ব দেয়ার দরকারই নেই করোনাকে। করোনা ভ্যাকসিন নিয়ে সুনেত্রা আরো বলেন, আমি মনে করি, করোনায় মৃত্যু হার অন্যান্য ইনফ্লুয়েঞ্জার থেকে কম। আর প্রতিষেধক তৈরিও সহজ হবে। গরমকাল শেষ হওয়ার আগেই, আমার ধারণা, প্রতিষেধক যে কাজ করছে, তার যথেষ্ট প্রমাণ হাতে আসবে। সুনেত্রার মতে, যখন ভ্যাকসিন আবিষ্কার হবে তখন তা কিছু দুর্বল বা অসুস্থ মানুষের ক্ষেত্রে সহায়ক হতে পারে। অন্য রোগের মতো করোনাও একদিন নিজে থেকেই কেটে যাবে বলে দাবি করেন সুনেত্রা। করোনা প্রতিরোধের লকডাউন কোনো স্থায়ী সমাধান না উল্লেখ করে অক্সফোর্ডের এ গবেষক জানান, যেসব দেশ লকডাউন করে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছিল, সেসব দেশে আবার করোনা বড় আকারে দেখা দিয়েছে। উল্লেখ্য, প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধের জন্য শতাধিক ভ্যাকসিন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে বিশ্বজুড়ে। তার মধ্যে এ পর্যন্ত হিউম্যান ট্রায়াল চলছে ১২টি ভ্যাকসিনের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App