×

আন্তর্জাতিক

চীন সাগরে একসাথে যুক্তরাষ্ট্রের ২ বিমানবাহী রণতরী

Icon

nakib

প্রকাশ: ০৪ জুলাই ২০২০, ০১:৪২ পিএম

চীন সাগরে একসাথে যুক্তরাষ্ট্রের ২ বিমানবাহী রণতরী

বিমানবাহী রণতরী

সামরিক মহরায় অংশ নিতে দক্ষিণ চীন সাগরে দুইটি বিমানবাহী রণতরী ও বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। নিমিটজ ও বোনাল্ড রিগান নামের দুইটি রণতরী ও সাথে বেশ কয়েকটি সহযোগী যুদ্ধ জাহাজ ফিলিপাইন ও দক্ষিণ চীন সাগরে যৌথভাবে কাজ করবে। যুত্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের মুখপাত্র ল্যাফটেনেন্ট জু জেইলি বলেন একই সাথে ফিলিপাইন ও দক্ষি চীন সাগরে দুইটি দিক দিয়ে আক্রমণের প্রশিক্ষণের ফলে তাদের সক্ষমতা আরো বৃদ্ধি পাবে। যা এ অঞ্চলের যে কোন অস্থিরতা নিরসনে কাজে লাগবে। তবে একই সাথে দুইটি যুদ্ধ জাহাজের অবস্থান কোন রানৈতিক বা বৈশ্বিক কারণে নয় বলেও জানান তিনি। এমন প্রশিক্ষণের চিন্তা আগে থেকে করা হলেও বর্তমানে চীনের শক্তি বৃদ্ধি ও ক্রমাগত উত্তেজনার ফলে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এর আগে  ‍যুক্তরাষ্ট্র কখনো একসাথে ২টি রণতরী এক এলাকায় মোতায়েন করেনি। চীনের সাখে ভারতসহ বেশ কয়েকটি প্রতিবেশী দেশের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ অঞ্চলটিতে আরো বেশি টেনশন বাড়াবে। তাছাড়া নতুন করে চলমান শক্তি বৃদ্ধির যে প্রবনতা শুরু হয়েছে তা আরো প্রবল হবে বলে ধারণা বিশেষজ্ঞদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App