×

আন্তর্জাতিক

কেটে কেমিক্যাল দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছিল কাশোগিকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২০, ০৯:২১ পিএম

কেটে কেমিক্যাল দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছিল কাশোগিকে

জামাল কাশোগি/ফাইল ছবি

আজও মেলেনি সাংবাদিক জামাল খাশোগির মরদেহ। তাকে শ্বাসরোধ করে হত্যার পর তার দেহ টুকরো টুকরো করে কেটে রাসায়নিক দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এমনটাই ধারনা করছে পুলিশ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জেকি ডেমিরের সাক্ষ্য পুলিশের সে সন্দেহকে আরও জোরালো করে তুলেছে।

তুরস্কের সৌদি দূতাবাস ভবনে প্রবেশের পর কনসাল জেনারেলের বাসভবনে ডাকা হয়েছিল কনস্যুলেটেরই এক টেকনিশিয়ানকে। তুরস্কের আদালতে দেওয়া জবানবন্দিতে জেকি ডেমির নামের ওই টেকনিশিয়ান জানিয়েছেন, খশোগি দূতাবাসে পৌঁছানোর এক ঘণ্টারও কম সময়ের মধ্যে কনসালের বাড়িতে চুলা (ওভেন) জ্বালাতে বলা হয়েছিল তাকে। চুলার আশেপাশের আলামত দেখে মনে হয়েছে সেগুলো কেমিক্যাল দিয়ে পরিষ্কার করা। এছাড়া কনসালের বাগানে থাকা ওই চুলার পাশাপাশি কিছু ঝলসানো মাংস খণ্ড ও বারবিকিউ দেখতে পেয়েছিলেন বলেও দাবি করেন ডেমির।

কনসালের বাড়িতে প্রবেশ করার পরের পরিস্থিতির কথা উল্লেখ করে ডেমির বলেন, ‘সেখানে পাঁচ-ছয়জন লোক ছিলেন। তারা আমাকে তন্দুর চুলা জ্বালাতে বললেন। সেখানে আতঙ্কের আবহ বিরাজ করছিলো।’ ডেমির জানান, চুলার চারদিকে মার্বেল পাথরের যে স্লাবগুলো ছিল তার রঙ পাল্টে গিয়েছিল। কোনও রাসায়নিক দিয়ে পরিষ্কারের কারণে রঙ বদলে গিয়ে থাকতে পারে বলে ধারণা তার। কনসালের গাড়ি চালকও আদালতে সাক্ষ্য দিয়েছেন। তিনি জানান, একটি অস্বচ্ছ জানালার গাড়ি আসার পর গ্যারেজের দরজা খুলে দিতে চেয়েছিলেন ডেমির। তবে তাকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলা হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App