×

পুরনো খবর

করোনা উপসর্গ নিয়ে ৯ জেলায় ১৮ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২০, ১০:০০ এএম

করোনা উপসর্গ নিয়ে দেশের ৯ জেলায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে শিক্ষক ও ব্যাংক কর্মকর্তাসহ ৫, বরিশালে করোনা ওয়ার্ডে ৪ জনের মৃত্যু, চাঁদপুরে ২, বগুড়ায় শিক্ষকসহ ২, খাগড়াছড়িতে এক ব্যক্তি, নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা ভ‚মি অফিসের কর্মচারী, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যবসায়ী, রাঙ্গামাটির কাপ্তাইয়ে চুয়েট টেকনিশিয়ান এবং ঝিনাইদহে এক ব্যক্তি মারা গেছেন। এদের কেউ কেউ করোনা পজেটিভ ছিলেন। অনেকেই বাড়িতে থেকেই চিকিৎসা নিয়েছিলেন। আবার কেউ কেউ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। নিচে এ সম্পর্কে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর রাজশাহী : রাজশাহীতে নিউ গভ. ডিগ্রি কলেজের শিক্ষক এবং ব্যাংক কর্মকর্তাসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে শুক্রবার ভোর ৪টার মধ্যে তাদের মৃত্যু হয়। তারা হলেন মহানগরীর শাহমখদুম থানার জিয়াপার্ক এলাকার সেলিম মৃধা (৫০), রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ভ‚গোল বিভাগের প্রধান মাহাবুবে খোদা (৫০), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মহানগরীর মহিষবাথান এলাকার এখলাসুর রহমান (৪০), নগরীর রামচন্দ্রপুর এলাকার আশরাফ আলীর স্ত্রী শামীমা বেগম (৪৮) এবং তেরোখাদিয়া এলাকার মেরাজুল ইসলাম (৪০)। বরিশাল : বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মারা যান ৬০ বছরের বৃদ্ধ বিমল। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা এলাকার বাসিন্দা। সন্ধ্যা সোয়া ৭টার দিকে মারা যান ৭০ বছরের বৃদ্ধ জিতেন্দ্রনাথ বিশ্বাস। তিনি পিরোজপুরের ভাণ্ডারিয়ার গাজীপুরের বাসিন্দা। সন্ধ্যা সোয়া ৬টার দিকে মারা যান ৫৫ বছরের বয়সী নারী সালেহা বেগম। শুক্রবার সকাল ৯টার দিকে মারা যান ৫০ বছরের আবুল কালাম আজাদ। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইছলাদী এলাকার বাসিন্দা। চাঁদপুর : জেলার সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ২ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন জেলার ফরিদগঞ্জের সুবিদপুর ইউনিয়নের নূরুল ইসলাম মিয়াজি (৭১) এবং একই উপজেলার গল্লাক বাজারের আবু তাহের (৬০)। শুক্রবার সকালে তাদের মৃত্যু হয়। বগুড়া : জেলায় গোলাম রব্বানী (৫৭) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে তিনি মারা যান। গোলাম রব্বানী জেলার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। অন্যদিকে শুক্রবার বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আইনুন নাহার (৫৪) নামে এক নারীর মৃত্যু হয়। খাগড়াছড়ি : জেলায় রতন মজুমদার (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি জেলার রামগড় উপজেলার রামগড় আবাসিক এলাকায়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি মারা যান। কেন্দুয়া (নেত্রকোনা) : উপজেলার বালিজুড়া গ্রামে শ্বশুরবাড়িতে আইসোলেশনে থাকা মদন উপজেলা ভ‚মি অফিসের সহকারী মো. গোলাম রব্বানী (৫০) বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মারা গেছেন। তার বাড়ি বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের রামপুর গ্রামে। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : উপজেলার রূপসপুর এলাকায় কানু দাশ (৬০) নামে কাপড় ব্যবসায়ী মারা গেছেন। রাঙ্গামাটি : জেলার কাপ্তাই উপজেলায় বৃহস্পতিবার রাতে অংসুইউ মারমা (৫৫) নামে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়নের বামনি বটতলীপাড়ার বাসিন্দা ও চুয়েটে টেকনিশিয়ান (ওয়ার্কশপ) হিসেবে কর্মরত ছিলেন। ঝিনাইদহ : জেলায় বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি জেলার শৈলক‚পা উপজেলার কাচেরকোল গ্রামের বাসিন্দা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App