×

জাতীয়

করোনায় ঝুলে গেল ইএফডি মেশিন সরবরাহ কার্যক্রম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২০, ১০:১১ এএম

করোনায় ঝুলে গেল ইএফডি মেশিন সরবরাহ কার্যক্রম

ইএফডি মেশিন/ফাইল ছবি।

ভ্যাট আইন বাস্তবায়নের এক বছরেও ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) সরবরাহ করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভ্যাট ফাঁকি রোধ ও রাজস্ব আহরণ বাড়াতে এই উদ্যোগ নিলেও ব্যবসায়ীদের মাঝে মেশিন সরবরাহ ঝুলে গেছে। যার কারণে মুখ থুবড়ে পড়েছে ভ্যাট আদায়। আর করোনার কারণেই মূলত ব্যবসায়ীদের মাঝে ইএফডি সরবরাহ কার্যক্রম ঝুলে আছে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, মুজিববর্ষের উপহার হিসেবে ১৭ মার্চ থেকে ব্যবসায়ীদের মাঝে ইএফডি সরবরাহের কথা ছিল। আর এ লক্ষ্যে ইএফডি সরবরাহের কাজ পাওয়া চায়না কোম্পানি ৫ শতাধিক মেশিন সরবরাহ করেছিল এনবিআরকে। কিন্তু করোনার প্রকোপ শুরু হওয়ায় থমকে যায় ইএফডি সরবরাহ কার্যক্রম। যদিও দফায় দফায় সময় বাড়ানো হয়েছিল ইএফডি সরবরাহের জন্য। আর বর্তমানে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের মাঝে মেশিন সরবরাহ থেকে বিরত রয়েছে এনবিআর। প্রতিষ্ঠানটি বলছে, টানা সাধারণ ছুটিতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। ৩১ মে থেকে সীমিত আকারে ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও ব্যবসায় মন্দা চলছে। এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের নিকটে যাওয়া এবং ইএফডি মেশিন বিতরণ খুবই ঝুঁকিপূর্ণ। এই কারণে মূলত ঝুলে আছে ইএফডি কার্যক্রম। এ বিষয়ে জানতে চাইলে এনবিআরের ভ্যাট বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত সদস্য জামাল হোসেন ভোরের কাগজকে বলেন, মার্চ মাসেই আমরা ব্যবসায়ীদের মাঝে ইএফডি মেশিন সরবরাহে সব প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। মুজিববর্ষের উপহার হিসেবে ব্যবসায়ীদের মাঝে বিতরণের সব প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। কিন্তু প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় ইএফডি বিতরণ কার্যক্রম থমকে গেছে। প্রাথমিক অবস্থায় রাজধানীর বড় বড় শপিংমলে ইএফডি মেশিন বিতরণের জন্য ৫০০ ইএফডি মেশিন সরবরাহ করা হয়েছিল। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় কার্যক্রম থমকে যায়। চাইনিজ যে কোম্পানি ইএফডি সরবরাহের কাজ পেয়েছে তাদের লোক চলে গেছে। যার কারণে কিছু ধীরগতি এসেছে। তবে করোনার প্রকোপ কিছুটা নিয়ন্ত্রণে আসলে আমরা মেশিন বিতরণের উদ্যোগ নেব। এছাড়া করোনার কারণে দীর্ঘদিন দোকান-পাট তথা ব্যবসায়িক কার্যক্রম বন্ধ ছিল। এই সময়ে তাদের কাছে কিভাবে আমরা মেশিন বিতরণ করব। যাদের মাঝে আমরা ইএফডি বিতরণ করব তাদের কাছে যাওয়া এখন ঝুঁকিপূর্ণ। সব মিলিয়ে করোনার জন্য কার্যক্রমে গতি হারিয়েছে। তবে এই বিতরণ কার্যক্রম শুরু করলে পর্যায়ক্রমে ১ লাখ ইএফডি মেশিন সরবরাহ করা হবে ব্যবসায়ীদের মাঝে বলে জানান এই কর্মকর্তা। এনবিআর সূত্রে জানা গেছে, চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটেও এনবিআরের তিনটি খাতের মধ্যে সবচেয়ে বেশি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ভ্যাটে। নতুন এই অর্থবছরে ইএফডি মেশিন সরবরাহের বিষয়টি জাতীয় বাজেটেও গুরুত্ব দেয়া হয়েছে। কিন্তু করোনার প্রকোপ নিয়ন্ত্রণে না আসলে সব পরিকল্পনা ভেস্তে যাবে বলেও মনে করছেন এনবিআর সংশ্লিষ্টরা। ইএফডি সরবরাহ না করতে পারায় এর প্রভাব পড়েছে ভ্যাট আদায়ে বিদায়ী অর্থবছরে। এনবিআরের হিসাব অনুযায়ী সর্বশেষ গত অর্থবছরের শুধু মে মাসের লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার ৮৬০ কোটি টাকা, আদায় হয়েছে ৬ হাজার ৭৫২ কোটি টাকা। অর্থাৎ এক মাসে ঘাটতি ৪ হাজার ১০৭ কোটি টাকা। যদিও বিদায়ী বছরের জুন মাসের হিসেব এখনো তৈরি করেনি এনবিআর। তবে শেষ মাসেও মাসিক লক্ষ্যমাত্রার তুলনায় অনেক ঘাটতি থাকবে ভ্যাট আদায়ে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App