×

আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত হতে পারেন ট্রাম্প!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২০, ০৮:৪৪ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি করোনায় আক্রান্ত হতেন, তাহলে সে খবরটা হয়তো বিশ্বযুদ্ধের পারমানবিক বোমার চেয়েও বড় বিস্ফোরণ হতো। যে খবরটা গোটা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু হতো। তবে করোনার থাবা থেকে রেহাই পায়নি ট্রাম্পের পরিবার। এবার করোনাভাইরাস শনাক্ত হয়েছে ট্রাম্পের বড় ছেলের প্রেমিকার শরীরে। মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

জানা গেছে, ট্রাম্পের বড় ছেলের প্রেমিকা ৫১ বছর বয়সী কিমবার্লে গুইলফয়লে করোনা আক্রান্ত হিসেবে চিহ্নিত হওয়ার পরপরই আইসোলেশনে রয়েছেন। ফক্স নিউজ টেলিভিশনের এই তারকা করোনা সংক্রমিত জানার পর ডোনাল্ড ট্রাম্প যেন সংক্রমিত না হন, সে ব্যাপারে মার্কিন কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

জানা গেছে, করোনা আক্রান্ত হলেও তার শরীরে কোনো উপসর্গ দেখা দেয়নি। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে ট্রাম্পের ছেলে করোনাভাইরাসে আক্রান্ত হননি। তার পরেও তিনি আইসোলেশনে রয়েছেন। ট্রাম্পের সংস্পর্শে যাওয়া তৃতীয় ব্যক্তি হিসেবে আক্রান্ত হলেন এই নারী।

এর আগে ট্রাম্পের সংস্পর্শে যাওয়া দু'জন করোনা রোগী চিহ্নিত হয়েছেন। তৃতীয় ব্যক্তি হিসেবে শনাক্ত হলেন তার ছেলের প্রেমিকা। যদিওবা ট্রাম্প এখনো করোনায় আক্রান্ত হননি, তবে এভাবে সংস্পর্শে আসা ব্যক্তিদের করোনা শনাক্ত হতে থাকলে ট্রাম্পকে নিয়েও ঝুঁকি থাকা অস্বাভাবিক কিছু নয়। সে চিন্তা থেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন মার্কিন কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App