×

সারাদেশ

ভারতীয় পাহাড়ি ঢলে সাঁকো চুরমার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২০, ০৮:২১ পিএম

ভারতীয় পাহাড়ি ঢলে সাঁকো চুরমার

বিধ্বস্ত সাঁকো

ভারতীয় পাহাড়ি ঢলে সাঁকো চুরমার

নৌকা করে পার হচ্ছেন মানুষেরা।

গত কয়েক দিনের ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রৌমারীর জিঞ্জিরাম নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় প্রায় ৮ গ্রামের ২৫ হাজার মানুষের। উপজেলার সাথে যোগাযোগের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো। গত বুধবার পাহাড়ি ঢলের স্রোতে বাঁশের সাঁকো ভেঙে লণ্ডভণ্ড হয়ে যায়। শুক্রবার (৩ জুলাই) সরেজমিনে গিয়ে এসব চিত্রও তথ্য পাওয়া যায়।

[caption id="attachment_229620" align="aligncenter" width="300"] নৌকা করে পার হচ্ছেন মানুষেরা।[/caption]

স্থানীয়রা জানান, ভেঙে যাওয়ায় রৌমারী উপজেলার খাঁটিয়ামারী, রতনপুর, চর বামনেরচর, মোল্লার চর, বেহুলার চর, সুতির পাড়, বুল্লাপাড়া, মাঝিপাড়া (সবুজপাড়া) গ্রামবাসীর যাতায়াত ও উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ রক্ষার একমাত্র সড়ক এটি। অন্তত ৮ গ্রামের মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ বাঁশের সাঁকোটি দিয়ে কৃষিপণ্য বাজারজাতকরণে সমস্যা হচ্ছে। সেই সাথে স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ অন্তত ৫০ হাজার লোক যাতায়াত করে থাকেন। বর্তমানে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় নানা সমস্যা দেখা দিয়েছে। দীর্ঘ প্রায় ৭ বছর ধরে ৭ গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App