×

পুরনো খবর

বিনোদন নয়, সন্তানদের জন্য অপেক্ষা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২০, ০৫:৫৭ পিএম

বিনোদন নয়, সন্তানদের জন্য অপেক্ষা

করোনাকালে রোগীর কাছে কিংবা সঙ্গে থাকার কোনো সুযোগ নেই। তাই তারা সন্তানের মঙ্গলের জন্য দূরে থেকেও কাছে।

বিনোদন নয়, সন্তানদের জন্য অপেক্ষা

পার্ক নয়, এটা ঢাকা শিশু হাসপাতালের সামনের চত্বর। গাছের নিচে এভাবেই রাতদিন কাটছে তাদের।

বিনোদন নয়, সন্তানদের জন্য অপেক্ষা

সন্তানরা ভর্তি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে। কখন কী যে প্রয়োজন হয়, বলা তো যায় না। তাই কাছেই থাকা।

বিনোদন নয়, সন্তানদের জন্য অপেক্ষা

তীব্র রোদে গাছের সামান্য ছায়ায় মাদুর বিছিয়ে বসে থাকা। এভাবেই রাত আসছে। কাটছে দিন।

বিনোদন নয়, সন্তানদের জন্য অপেক্ষা

কেউ বা দুই একদিন। সন্তান সুস্থ হয়ে উঠলেই ফিরছেন ঘরে। কেউ কেউ ১০/ ১৫ দিন ধরে অপেক্ষায় রয়েছেন। কবে সুস্থ হবে সন্তান, ফিরবেন বাড়ি।

বিনোদন নয়, সন্তানদের জন্য অপেক্ষা

তারা সবাই অভিভাবক। সন্তানরা ভর্তি হাসপাতালে। তারা অপেক্ষায় রয়েছেন সন্তানদের কখন কী প্রয়োজন সেজন্য। ছবি: মাসুদ পারভেজ আনিস।

[gallery link="file" columns="1" size="full" ids="229584,229585,229586,229587,229588"]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App