×

জাতীয়

বিনা নোটিসে শিক্ষার্থী উৎখাতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২০, ১২:০৫ পিএম

বিনা নোটিসে শিক্ষার্থী উৎখাতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
বাড়ি যাওয়ার সুযোগে বিনা নোটিসে শিক্ষার্থীদের উৎখাত, তাদের সার্টিফিকেট-ল্যাপটপ ও সব জিনিস ভাগাড়ে ফেলে দেয়া ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৩০ শিক্ষার্থীকে এক হোস্টেল থেকে তাড়িয়ে দেয়াসহ তাদের মালামাল গ্যারেজে স্তূপ করে রাখার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর কলাবাগান ও রাজাবাজার এলাকায় গত বুধবার রাতে এমন ঘটনা ঘটে। পুলিশ বলছে এমন অমানবিক ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না। কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভুক্তভোগী এক শিক্ষার্থী জানান, তার জেএসসি, এসএসসি ও ডিপ্লোমার সার্টিফিকেট রেখে গিয়েছিলেন। এ ঘটনার পর তা খুঁজে পাচ্ছেন না। অপর আরেক শিক্ষার্থী জানান, ডেক্সটপ, ল্যাপটপসহ অনেকের ট্রাঙ্কের ভেতর গুরুত্বপূর্ণ মালামাল ছিল। কিছুই পাচ্ছেন না তারা। ঢাকা কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী সজীব কাঁদতে কাঁদতে বলেন, ঢাকা শহরের বাড়িওয়ালারা এমন অমানুষ হতে পারে আমার জানা ছিল না। শিক্ষাজীবনের অর্জনকৃত সনদগুলো ছুড়ে ফেলে দেয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবুল হাসান গতকাল ভোরের কাগজকে বলেন, কলাবাগান থানাধীন ৪/এ ওয়েস্ট এন্ড স্ট্রিট এলাকার একটি বাসার মালিক মজিবুল হক ওরফে কাঞ্চন। তার বাসাতেই ৮ জন ঢাকা কলেজ ও একজন জগন্নাথ বিশ^বিদ্যালয়ের ছাত্র থাকতেন। গত বুধবার না জানিয়েই সার্টিফিকেট-ল্যাপটপসহ ও সব জিনিস ভাগাড়ে ফেলে দেন বাড়িওয়ালা। ওই ঘটনায় গত বুধবার রাতেই মামলা হয়। এমন আরেকটি ঘটনা ঘটে রাজধানীর রাজাবাজার এলাকায়। সেখানেও আলিফ নামে একটি ছাত্রাবাস থেকে ১৩০ শিক্ষার্থীকে তাড়িয়ে দেয়াসহ তাদের মালামাল গ্যারেজে স্তূপ করে রাখার ঘটনা ঘটে। আবুল হাসান বলেন, রাজাবাজার নিউমার্কেট জোনের আওতাধীন না হলেও হোস্টেল থেকে তাড়িয়ে দেয়া শিক্ষার্থীদের মালামাল গ্যারেজে স্তূপ করে রাখা হয় আমার নিয়ন্ত্রণাধীন এলাকাতেই। এমন অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থলে ছুটে যাই। অভিযোগের সত্যতা মেলায় ভুক্তভোগী ছাত্ররাই গতকাল বৃহস্পতিবার বাদী হয়ে মামলাটি করেন। গতকাল অভিযান চালিয়ে কলাবাগানের ওই ঘটনার বাড়ির মালিক মজিবুল হক ওরফে কাঞ্চনকে খুঁজে পাওয়া যায়নি। আর বুধবার রাতেই রাজাবাজারের অলিফ হোস্টেল সংশ্লিষ্ট খোরশেদ নামের একজনকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, এমন অমানবিক ঘটনায় এক বিন্দুও কাউকে ছাড় দেয়া হবে না। কঠোর ব্যবস্থা নেয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে। পলাতকদের ধরতে অভিযান চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App