×

আন্তর্জাতিক

নতুন ধাপের করোনা ৯ গুণ দ্রুত ছড়ায়, কম ক্ষতিকারক

Icon

nakib

প্রকাশ: ০৩ জুলাই ২০২০, ০৮:১০ পিএম

করোনা ভাইরাস নিয়ে বৈশ্বিক নতুন একটি গবেষণায় ভাইরাসটির নতুন ধাপে কয়েক গুণ দ্রততার সাথে ছড়াচ্ছে বলে শক্ত প্রমাণ পাওয়া গেছে। তবে আগের মতো মানুষকে এতো বেশি অসুস্থ করছে এ নতুন ধাপের আক্রমণ। নতুন করে সেল জার্নালে প্রকাশিত এ রিপোর্টে বলা হয়েছে বিজ্ঞানীরা জেনেটিক সিকুয়েন্স করে দেখেছেন নতুন ধাপের ভাইরাস আগেরটির চেয়ে বেশি দ্রুত ছড়াচ্ছে।

এবার ভাইরাসটি স্পাইক প্রুটিনকে আক্রান্ত করছে। তবে আগেরটি কোষের মাধ্যমে ছড়িয়ে পড়তো। তাই গবেষকরা পরীক্ষা করে দেখছে নতুন এ ধাপের ভাইরাসটিকে ভ্যাকসিন দিয়ে নিয়ন্ত্রণ করা যায় কিনা। তাছাড়া ভাইরাসটি আগের চেয়ে ৩ থেকে ৯ গুণ বেশি দ্রুততায় ছড়ায় বলেও প্রমাণ পাওয়া গেছে।

অন্যদিকে গবেষক দলের সদস্য জীববিজ্ঞানী বেটে করবার জানান নতুন ধরণের ভাইরাসটি বেশি ছড়ালেও এটা আগেরটার মতো বেশি মারাত্মক প্রকৃতির নয়। এটাকে সুসংবাদ মনে করছেন মেডিকেল প্রফেসর লাওরেন্স ইয়ং।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App