×

সারাদেশ

ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২০, ০৩:৫৩ পিএম

ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

অভিযুক্ত শিক্ষক আশরাফুল আলম হিরণ

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আশরাফুল আলম হিরণকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নোয়াব মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, করোনা পরিস্থিতির কারণে স্কুল বন্ধ থাকায় বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে সপ্তম শ্রেণীর এক ছাত্রী সহপাঠীদের সাথে শিক্ষক আশরাফুল আলম হিরণের কাছে কোচিং করতে যায়। কোচিং শেষে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীটিকে সে কৌশলে আটকে রাখে। পরে জোরপূর্বকভাকে যৌন নিপীড়নের চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে ছাত্রীর মা প্রমাণসহ বিদ্যালয় পরিচালনা কমিটির কাছে  বিকালে লিখিত ও মৌখিক অভিযোগ দেয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা যুবলীগ নেতা  কাওসার ভূঁইয়া জানান, অভিযোগের ভিত্তিতে বিদ্যালয় পরিচালনা কমিটি  শুক্রবার সকালে প্রশাসনের অনুমতি নিয়ে জরুরি সভা করে। সভায় ঘটনার স্বাক্ষী ও প্রমাণ যাচাই-বাছাই করা হয়। পরে  সর্ব সম্মতি ক্রমে বেতন বন্ধসহ বিদ্যালয় থেকে শিক্ষক হিরণকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে ঘটনাটি জানাজানি হলে শিক্ষক হিরণের বিচারের দাবিতে  এলাকাবাসী সোচ্চার হয়ে উঠে।অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করে। আখাউড়া থানার সহকারি পরিদর্শক (এসআই) নিতাই চন্দ্র দাস জানান, অভিযোগের প্রেক্ষিতে থানায় নিয়মিত মামলা হয়েছে। পুলিশ আসামী ধরার চেষ্টা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App