×

আন্তর্জাতিক

করোনায় সৌদিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২০, ০৩:৩৬ পিএম

করোনায় সৌদিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

ছবি: ইন্টারনেট

বিশ্বে করোনা আক্রান্তের তালিকায় ১৪ তম অবস্থানে রয়েছে সৌদি আরব। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড করেছে দেশটিতে। বৃহস্পতিবার দেশটিতে একদিনে সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়। এ ছাড়া নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৮৩ জন। পাশাপাশি একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ হাজার ৯০৯ জন। খবর- আরব নিউজ।

করোনার হিসাব রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, সৌদিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৬০৮ জন। আর এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭৫২ জন।

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে করোনা শনাক্ত হওয়ার পর থেকে ১ লাখ ৩৭ হাজার ৬৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা শনাক্ত হয়। পরবর্তীতে এটি বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। সারা বিশ্বে এখন পর্যন্ত ১ কোটি ৯৯ হাজার ২৪৯ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন মোট ৫ লাখ ২৪ হাজার ১৭৬ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App