×

আন্তর্জাতিক

লকডাউনে ফুলেফেঁপে উঠছে আমাজনের সম্পদ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২০, ০৫:৩১ পিএম

লকডাউনে ফুলেফেঁপে উঠছে আমাজনের সম্পদ!

আমাজন

বিশ্বজুড়ে বিপর্যস্ত অর্থনীতিতে সম্পদের পরিমাণ বেড়েছে অনলাইন বিজনেস প্লাটফর্ম আমাজনের। আমাজন একাই এ বছরে পাঁচ হাজার ৬৭০ কোটি ডলারের ব্যবসা করেছে। বর্তমানে আমাজনের মোট সম্পদের পরিমাণ ১৭ হাজার ১৬০ কোটি ডলার।

বুধবার আমাজনের শেয়ারের দাম ৪.৪ শতাংশ বৃদ্ধি পাওয়ায় বেজোসের সম্পদের পরিমাণও এক লাফে ১৬ হাজার ৭৭০ কোটি ডলার থেকে বর্তমান অঙ্কে পৌঁছয়।

আমাজন সিইও জেফ বেজোস জানান, লকডাউনের জেরে আমাজনের অনলাইন প্ল্যাটফর্মে আগের তুলনায় কেনাকাটা অনেক গুণ বেড়েছে। ফলে তাঁর ব্যক্তিগত সম্পত্তির পরিমাণও উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে।

আমাজন ছাড়া এই পরিস্থিতিতে যে সংস্থাগুলো লাভবান হয়েছে তার বেশিরভাগ প্রযুক্তি সংস্থা। তার মধ্যে রয়েছে টেসলা এবং জুম ভিডিও কমিউনিকেশনস।

অন্য দিকে, সম্পত্তির পরিমাণ কমেছে স্পেনের অ্যামানিকো ওর্তেগার, ওয়ারেন বাফে এবং বার্নার্ড আরনল্টের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App