×

পুরনো খবর

বিশ্বে একদিনে দুই লক্ষাধিক করোনা রোগী শনাক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২০, ১০:০৯ এএম

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো প্রায় ৫ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে নতুন করে দুই লক্ষাধিক মানুষের দেহে প্রাণঘাতী এ ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ছুঁইছুঁই। আর এতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮ লাখ ছাড়িয়েছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, আজ ২ জুলাই, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা পৃথিবীতে এ ভাইরাসে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৮ লাখ ২ হাজার ৮৪৯ জনে। এদের মধ্যে ৫ লাখ ১৮ হাজার ৯২১ জন ইতোমধ্যে মারা গেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৫৯ লাখ ৩৮ হাজার ৯৫৪ জন। বর্তমানে যে ৪৩ লাখ ৪৪ হাজার ৯৭৪ জন চিকিৎসাধীন রয়েছেন, তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন ৫৭ হাজার ৯৫৯ জন।

মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ২৭ লাখ ৭৯ হাজার ৯৫৩ জনের শরীরে এ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত বেড়ে ১৪ রাখ ৫৩ হাজার ৩৬৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া রাশিয়ায় ৬ লাখ ৫৪ হাজার ৪০৫ জন (তৃতীয়), ভারতে ৬ লাখ ৫ হাজার ২২০ জন (চতুর্থ) ও যুক্তরাজ্যে ৩ লাখ ১৩ হাজার ৪৮৩ জনের (পঞ্চম) শরীরে এর সংক্রমণ শনাক্ত হয়েছে।

শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো- স্পেন (২ লাখ ৯৬ হাজার ৭৩৯ জন), পেরু (২ লাখ ৮৮ হাজার ৪৭৭ জন), চিলি (২ লাখ ৮২ হাজার ৪৩ জন), ইতালি (২ লাখ ৪০ হাজার ৭৬০ জন) ও মেক্সিকো (২ লাখ ৩১ হাজার ৭৭০ জন)।

মৃতের হিসেবেও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ৭৯৮ জন মারা গেছেন। ব্রাজিলে দ্বিতীয় সর্বোচ্চ ৬০ হাজার ৭১৩ জন ও যুক্তরাজ্যে তৃতীয় সর্বোচ্চ ৪৩ হাজার ৯০৬ জনের প্রাণ কেড়েছে এই মহামারী।

এছাড়া শীর্ষ দশে থাকা ইতালিতে ৩৪ হাজার ৭৮৮ জন (চতুর্থ), ফ্রান্সে ২৯ হাজার ৮৬১ জন (পঞ্চম), মেক্সিকোতে ২৮ হাজার ৫১০ (ষষ্ঠ), স্পেনে ২৮ হাজার ৩৬৩ জন (সপ্তম), ভারতে ১৭ হাজার ৮৪৮ জন (অষ্টম), ইরানে ১০ হাজার ৯৫৮ জন (নবম) ও পেরুতে ৯ হাজার ৮৬০ জন (দশম) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে বেলজিয়ামে ৯ হাজার ৭৫৪ জন, রাশিয়ায় ৯ হাজার ৫৩৬ জন, জার্মানিতে ৯ হাজার ৬১ জন, কানাডায় ৮ হাজার ৬১৫ জন, নেদারল্যান্ডসে ৬ হাজার ১১৩ জন, চিলিতে ৫ হাজার ৭৫৩ জন, সুইডেনে ৫ হাজার ৩৭০ জন, তুরস্কে ৫ হাজার ১৫০ জন, চীনে ৪ হাজার ৬৩৪ জন, ইকুয়েডরে ৪ হাজার ৪৭৬ জন, পাকিস্তানে ৪ হাজার ৩৯৫ জন, কলম্বিয়ায় ৩ হাজার ৪৩৭ জন, মিসরে ৩ হাজার ৩৪ জন, ইন্দোনেশিয়ায় ২ হাজার ৯৩৪ জন, দক্ষিণ আফ্রিকায় ২ হাজার ৭৪৯ জন, ইরাকে ২ হাজার ৫০ জন মারা গেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App