×

জাতীয়

প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পন্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২০, ০৩:১৭ পিএম

প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পন্ড

বাম গণতান্ত্রিক জোট/ছবি: ভোরের কাগজ।

পাটকল বন্ধ না করে আধুনীকীকায়ণ করাসহ একগুচ্ছ দাবিতে বাম গণতান্ত্রিক জোটের প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি পুলিশি বাঁধায় মুখে পড়ে পণ্ড হয়েছে। বৃহষ্পতিবার (২ জুলাই) সকাল ১১ টা নাগাদ প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন বাম জোটের নেতারা। এর পরে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজের নেতৃত্বে বাম জোটের মিছিলটি প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও এর উদ্দেশ্যে রওনা হয়। পরে কদম ফোয়ার কাছে পুলিশী বাঁধা অতিক্রম করে মিছিলটি শাহবাহে পৌছালে বিশাল পুলিশবাহিনী মিছিলটিকে বাাঁধা দেয়। সেখানে পুলিশের সঙ্গে কিছুক্ষণ ধস্তাধস্তির পরে বাম নেতারা অবস্থান ধর্মঘট পালন করেন। এসময় বামনেতা জোনায়েদ সাকি, সিপিবি নেতা সাজ্জাদ জহির চন্দনসহ অনেকেই উপস্থিত ছিলেন বলে জানান ফিরোজ রশীদ।

প্রেস ক্লাবের সামনে ও শাহবাগে অবস্থান ধর্মঘটে বাম নেতারা বলেন, বিনা ভোটের বর্তমান সরকার অন্যায় ভাবে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি কাজ করে চলেছে।তারা রাষিট্রয় মালিকানাধীন পাটকল বন্ধ করে দিচ্ছে। এর ফলে দেশের লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়বে। আর পাটের সঙ্গে যুক্ত প্রায় ৩ কোটি মানুষের আয়ের উৎস বন্ধ হয়ে যাবে। বক্তারা পাট কল বন্ধ না করে পাট কলের দুর্নীতি বন্ধ করে আধুনিকীকায়নের দাবি জানান। এছাড়া সংসদে যতবার ইচ্ছা জ্বালানী তেলের মূল্য বাড়ানোর যে বিল উত্থাপিত হয়েছে তা বাতিল করা, করোনা মহামারির মধ্যে শ্রমিক ছাটাই বন্ধ, শ্রমিকদের রেশনিং ব্যবস্থার আওতায় আনা, স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, করোনা পরীক্ষার ফি বাতিল করে করোনা পরীক্ষ ফ্রিতে করা সহ নানা দাবি তুলে ধরেন। পরে মিছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে না গিয়ে প্রেস ক্লাবের পথে ফিরে আসে বলে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App