×

আন্তর্জাতিক

ঘরে বসেই দিল্লিকে নজরে রেখেছে চীন!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২০, ০৬:৪৬ পিএম

ঘরে বসেই দিল্লিকে নজরে রেখেছে চীন!

সিসিটিভি

সিসিটিভির আওতায় ভারতকে এনে নজরদারি চালাতে পারে চীন এমন খবর উঠেছে। ভারতে ৫৯টি চীনা অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এদিকে দিল্লির রাস্তায় চলছে দেড় লাখ চীনা সংস্থার তৈরি সিসিটিভি। জি নিউজের খবরে বলা হয়েছে, দিল্লির বাসিন্দাদের অনেকেই তথ্য চুরির অভিযোগ তুলেছিলেন। আসলে দিল্লির মানুষের সুরক্ষার জন্য দেড় লাখ সিসিটিভি বসিয়েছিল সরকার। সেই সব সিসিটিভি চীনা সংস্থা হিকভিশান-এর তৈরি করা। ওই সিসিটিভি-র ফুটেজ দেখার জন্য একটি অ্যাপ মেবাইলে ইনস্টল করতে হয়। তার মাধ্যমেই তথ্য চুরির অভিযোগ উঠেছে। অ্যাপ-এর মূল সার্ভার রয়েছে চীনে। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন, চীন চাইলে বিনা বাধায় দিল্লির উপর নজরদারি চালাতে পারে। এর আগেও অবশ্য হিকভিশান-এর উপর তথ্য চুরির অভিযোগ ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, হিকভিশান-এর থেকে তার সরকারের ব্যবহার করার মতো কোনও পণ্য কেনা হবে না। কারণ তারা নজরদারি চালায়। যদিও দিল্লির মুখ্যমন্ত্রীর সাফাই, এটা নিয়ে অকারণে রাজনীতি করা হচ্ছে। তার সরকার কেন্দ্রের পিএসইউ সংস্থাকে সিসিটিভি ইনস্টল-এর বরাত দিয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App