×

সাময়িকী

এখন কেন যাবো?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২০, ০৮:০৫ পিএম

এখন কেন যাবো?
দূরে একটা আলো আলোর ওপারে নরম ষোল কামিনীর পাপড়িরঙা পাতলা জোছনা ভাসছে শরীর জড়িয়ে ভেজা হাওয়া আকাশের ছাদ চুয়ে গলে গলে পড়া শিশির শিউলি বকুলের ঘ্রাণ ভরা যৌবন- চাঁদ কোমল সময়টা আমায় ফিরিয়ে দেবে প্রভু? দূরের ষোল এখনো জ্বলজ্বলে উজ্জ্বল অথচ জীবনের রঙ বদলে বেড়েছে পরিসর লড়াইটাও বাড়তে থেকেছে ক্রমশ সেজদায় পড়ে কান্নার কিশোরীবেলা হাসে শরবিদ্ধ অবজ্ঞার হাসি এপারে এখন চৌষট্টির বাঁশি প্লাটফর্ম ছেড়ে যাওয়ার পূর্ব প্রস্তুতি কিন্তু কেন যাবো? আপন তখন হয়নি আপন দীর্ঘ পথের ক্লান্তি জ্বরের কাঁপন তখন যাবার তাড়া ছিল, ছিল বিষাদ নদী আপন তখন হয়নি আপন তবু তো পারিনি ছাপিয়ে উঠতে দ্বিধার সাগর মাধবীলতার মতো জড়িয়ে পেঁচিয়ে বেড়েছে পৃথিবীর মায়া লড়াইও আছে ঠিক আগেরই মতো তবু ছাড়বো না ভুবনেশ্বর মায়া ভুবনেশ্বর! আমার শাস্তিতে কি তোমার শাস্তি হয়? আমার মুক্তিতে হবে তোমার মুক্তি?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App