×

জাতীয়

৬ জুলাই থেকে দুবাই ও আবুধাবি যাবে বিমান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২০, ০৮:১৪ পিএম

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ৬ জুলাই থেকে বিমান দুবাই ও আবুধাবি রুটে বাংলাদেশ এয়ারলাইনসের বাণিজ্যিক ফ্লাইট ফের চালু হতে যাচ্ছে। বিমানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন বুধবার (১ জুলাই) তথ্য জানান।

তিনি জানান, দুবাই ও আবুধাবি রুটে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করা হবে। এর আগে রুট দুটিতে প্রতিদিনই ফ্লাইট ছিল। কিন্তু বিশ্বব্যাপী এই ভাইরাস ছড়িয়ে পড়ায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গত ৩০ মার্চ থেকে কয়েকটি রুট ছাড়া আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দেয়।

গত ১৫ জুন থেকে যুক্তরাজ্য ও কাতারে এবং পরবর্তী সময়ে আরব আমিরাতে ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বেবিচক। পরে ২১ জুন থেকে যুক্তরাজ্যের লন্ডনে বিমানের ফ্লাইট চলাচল শুরু হয়। এখন ৬ জুলাই থেকে মধ্যপ্রচ্যোর এই দুই রুটেও বিমানকে ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে। এতে সেখানে কর্মরত বাংলাদেশী শ্রমিকরা বেশ উপকৃত হবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App