×

সারাদেশ

লুটপাটের মামলায় ইউপি চেয়ারম্যান আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২০, ০৭:৫১ পিএম

লুটপাটের মামলায় ইউপি চেয়ারম্যান আটক

পলাশী ইউপি চেয়ারম্যান শওকত আলী

টিসিবি'র দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউপি চেয়ারম্যান শওকত আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ । বুধবার (১ জুলাই) সকাল ১১টার দিকে আদিতমারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। তিনি উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী গ্রামের মৃত করিম উদ্দিনের ছেলে এবং পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ঐ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। মামলা সুত্রে জানা গেছে, ঢাকার এক এজেন্সির মাধ্যমে সৌদিতে কাজে যান পলাশী ইউনিয়নের নামুড়ী বাজারের টিসিবি ডিলার নুরবক্তের ভাই নুরে আলম। পরবর্তিতে একই এজেন্সির মাধ্যমে উপজেলার পলাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত আলীর নাতি সৌদিতে যান। নুরবক্তের ভাইয়ের কাগজ সঠিক থাকলেও চেয়ারম্যানের নাতির বৈধতা না থাকায় অবরুদ্ধ রয়েছেন। তার নাতিকে সৌদিতে বিক্রি করেছে মর্মে অভিযোগ তুলে গত ৮ জুন সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান শওকত আলী দলবল নিয়ে নুরবক্তের টিসিবি'র দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে বাঁধা দিলে ডিলার নুরবক্তকে এলোপাতারী মারপিট করে। তাকে বাঁচাতে এসে তার ভাই নুর হোসেন ও প্রতিবেশী আনারুল গুরুতর আহত হন। এ সময় দোকানে থাকা টিসিবি'র পন্য বিক্রির ২ লাখ টাকা ছিনিয়ে নেন হামলাকারীরা। বিষয়টি জানতে পেয়ে স্থানীয়রা ছুটে এলে দলবল নিয়ে পালিয়ে যান চেয়ারম্যান শওকত আলী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদিতমারী উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় বিচার চেয়ে টিসিবি ডিলার নুরবক্ত বাদি হয়ে পরদিন ৯ জুন ইউপি চেয়ারম্যান শওকত আলীকে প্রধান করে ১০ জনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় বুধবার সকালে আদিতমারী এলাকা থেকে প্রধান আসামী ইউপি চেয়ারম্যান শওকত আলীকে গ্রেপ্তার করে আদিতমারী থানা পুলিশ। মামলার বাদী টিসিবি’র ডিলার নুরবক্ত এর সাথে আলোচনা হলে তিনি জানান,পূর্ব শত্রুতার জেরে পলাশীর চেয়ারম্যানসহ তার লোকজন আমার উপর হামলা করে দোকান-পাট ভাংচুর সহ টাকা-পয়সা লুটপাট করে। সেই ঘটনায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম বলেন, দোকান ভাংচুর ও লুটপাটের মামলায় চেয়ারম্যানকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন জানান, পলাশী ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি শুনেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App