×

অর্থনীতি

মনিটরিং সেল গঠন প্রয়োজন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২০, ১২:৫৯ পিএম

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানের মতে, স্বাস্থ্য খাতে এবার বরাদ্দ কিছুটা বাড়ানো হলেও এটা যথেষ্ট নয়। কারণ কোভিড-১৯ মহামারি মোকাবিলায় আমাদের হাসপাতালগুলোতে সুযোগ-সুবিধা ব্যাপক হারে বাড়াতে হবে। স্বাস্থ্য খাতে পরিবর্তন না হলে অন্যসব অর্জন ম্লান হয়ে যাবে। দেশের সব হাসপাতাল মিলে মাত্র ১২শর মতো আইসিইউ আছে। এটা অন্তত ৩ হাজারে উন্নীত করা উচিত। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়িয়ে মানবসম্পদ উন্নয়নবান্ধব বাজেটের মাধ্যমে বৈষম্য দূরীকরণে ব্যবস্থা নিতে হবে। দেশে প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক রয়েছে। এসব ক্লিনিকের সঙ্গে যুক্ত হয়ে তরুণদের সারাদেশের জনগোষ্ঠীর সচেতনতা তৈরিতে যুক্ত করা যায়। এক জরিপের তথ্যে দেখা গেছে, এখনো মাত্র ৩৫ শতাংশ মানুষ মাস্ক পরছে। এটা অন্তত ৭০ শতাংশে নিয়ে যাওয়ার জন্য তরুণদের কীভাবে কাজে লাগানো যায় সেটা ভাবতে হবে। গতকাল মঙ্গলবার ভোরের কাগজকে এসব কথা বলেন তিনি। ড. আতিউর বলেন, তেমন কোনো পরিবর্তন ছাড়াই বাজেট যেহেতু পাস হয়েছে, এখন এর বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ। এটা নিয়ে ভাবতে হবে। আমি মনে করি, বাজেট কতখানি বাস্তবায়ন হচ্ছে তার জন্য একটা মনিটরিং সেল গঠন করা প্রয়োজন। আইনে আছে, তিন মাস পর পর বাজেটের বাস্তবায়ন সম্পর্কে সংসদে রিপোর্ট দেয়া। কিন্তু এটাতো গতানুগতিক একটা বিষয়। এবারের বাজেট বাস্তবায়নে স্বাস্থ্য খাতের বাজেট অবলোকন বা মনিটরিংয়ের জন্য আলাদা একটি মনিটরিং সেল গঠন করা যায় কিনা বিষয়টি ভেবে দেখা দরকার। মন্ত্রণালয় অথবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে সার্বক্ষণিক তদারকির জন্য ব্যবস্থা রাখা যেতে পারে। বিশেষ করে স্বাস্থ্য খাতে যে ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ দেয়া হয়েছে, সেগুলো ঠিকমতো বাস্তবায়িত হচ্ছে কিনা, বাস্তবায়নে কোনো বাধা এলে সেগুলোকে সহজ করে দেয়ার ব্যবস্থা করে দেয়া। যেমন- হঠাৎ করে চীনের সাংহাইতে একটা ফ্লাইট পাঠানো লাগতে পারে ইক্যুইপমেন্ট আনার জন্য। এ জন্য সাধারণ আইন-কানুন নিয়ে বসে থাকলে চলবে না। সেখানে দ্রুতগতির ব্যবস্থা নিতে হবে। আবার হসপিটালগুলোতে যে অক্সিজেন লাগানোর কথা আছে, প্রত্যেকদিন কয়টা করে অক্সিজেন লাগানো হচ্ছে- এগুলো মনিটরিং করা প্রয়োজন। আমি মনে করি স্বাস্থ্য খাত ঠিক না করা গেলে প্রণোদনা প্যাকেজ কার্যক্রম চালু করা যাবে না। এ জন্য স্বাস্থ্যটাকে আগে জোর দিতে হবে। প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নেও একটি মনিটরিং সেল গঠন করতে হবে। অবশ্য ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক কার্যক্রম শুরু করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App