×

সারাদেশ

আখাউড়ার করোনা জয়ী ডাক্তার এখন প্রশাসন ক্যাডারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২০, ০৩:০৬ পিএম

আখাউড়ার করোনা জয়ী ডাক্তার এখন প্রশাসন ক্যাডারে

হামিদা মুস্তফা সেঁওতি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার করোনাজয়ী চিকিৎসক হামিদা মুস্তফা সেঁওতি এখন প্রশাসন ক্যাডার।  ৩৮তম বিসিএস এর ফলাফলে সেঁওতিকে ‘সহকারি কমিশনার’ হিসেবে সুপারিশ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তাঁর স্বামী ডা. পিয়েল আহম্মেদ খাঁনসহ পরিবারের সদস্যরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় এ সংক্রান্ত পোস্ট দেয়া হয়। জেলার আখাউড়া উপজেলার দেবগ্রামের গৃহবধূ হামিদা মুস্তফা বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। গত ১৪ এপ্রিল তাঁর করোনা পজেটিভ আসে। উপসর্গ থাকায় ওই সময়ে তিনি স্বামীর সঙ্গে ময়মনসিংহে চলে যান। পরে হামিদা মুস্তফার স্বামীসহ পরিবারের মোট পাঁচ সদস্য করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নেন। পরবর্তীতে সবাই সুস্থ হন। করোনা আক্রান্ত হওয়া নিয়ে হামিদা মুস্তফা ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেন। সেবা দিতে গিয়ে মরে গেলেও কোনো আফসোস থাকবে না বলে তিনি উল্লেখ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App